বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে, প্রথম ২০ সেকেন্ড একটি হাত স্যানিটারি ন্যাপকিনের ওপর লাল তরল পদার্থ ফেলছে, যেটা রক্তেরই প্রতিচ্ছবি। তারপর দেখা যাচ্ছে এক মহিলা স্নান করছেন, তাঁর পা বেয়ে বেরোচ্ছে রক্ত। ঋতুস্রাব বা মাসিক এটা যে অত্যন্ত একটি স্বাভাবিক ঘটনা, সেটা নিয়ে মানুষের মনে যে অস্বস্তি রয়েছে, সেই ভাবনা ভাঙতেই এই সাহসী উদ্যোগ। ওই সংস্থার আরেকটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে একজন মহিলা প্যাডের মতো একটি জিনিষের ওপর শুয়ে রয়েছেন, আর একজন পুরুষ স্যানিটারি টাওয়াল কিনছেন মহিলার জন্যে।
বডিফর্ম নামের সেই সংস্থা এই হ্যাশট্যাগ #bloodnormal ব্যবহার করে এই বিষয় নিয়ে মানুষের মনের সমস্ত কুসংস্কারকে ভাঙার চেষ্টা করেছেন। এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের থেকে নানা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।