শাহরুখ খানের সঙ্গে তাঁর পুত্র আরিয়ান এবং সারা। ছবি থেকে যদি বাদশাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে বলিউডের পরবর্তী হিট জুটিকে দেখতে পাচ্ছেন সকলে।
প্রসঙ্গত, বলিউডের অনেক দিনের স্বপ্ন ছিল তিন খান, অর্থাত্ আমির-শাহরুখ এবং সলমনকে একসঙ্গে নিয়ে একটি ছবি করার। তবে এবার বোধহয় একটু অন্যভাবে ভাবার সময় এসেছে। বাদশা-আরিয়ান-সারার এই ফ্রেমটিও অসাধারণ।
তবে এই পার্টিতে খুব অদ্ভূতভাবে দেখা গেল না সেফ বেগম করিনা কপূর খানকে।