মুম্বই: অবশেষে 'পদ্মাবত' বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার শাহরুখ খান। তাঁর বক্তব্য, এই ছবিকে কেন্দ্র করে দীর্ঘ বিতর্কের সময় বলিউড চুপ ছিল ভয় থেকে নয়, কারণ, কেউ চায়নি ছবি পর্দায় মুক্তির আগেই বক্স অফিস তার সাফল্যের সুযোগ খুইয়ে ফেলুক। সেইজন্যেই তখন নীরব ছিল বলিউডের বড় বড় তারকারা।
‘পদ্মাবত’ ছবিকে ঘিরে কেন বিতর্ক, সেই অশান্তি কোন পর্যায়ে পৌঁছে ছিল, তারজন্যে ছবির চিত্রনাট্যে কী কী পরিবর্তন করতে হয়েছে, সবকিছুই দেশের প্রত্যেক আমজনতারই জানা। কিন্তু সেই সময় কিছু সংগঠন উত্তেজনা সৃষ্টি করে কয়েক মিনিটের প্রচার পেতে চাইছিল। তার থেকে টাকাও রোজগারের পরিকল্পনা ছিল তাদের। মূলত ওই সংগঠনগুলোকে গুরুত্ব না দেওয়ার জন্যেই বলিউড তখন চুপ থেকেছে, মত শাহরুখের।
এক্ষেত্রে ছবি নির্মাতাদেরও একটি সহজ টিপস দিয়েছেন শাহরুখ। তাঁর মত, কোনও ছবিকে কেন্দ্র করে এধরনের বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদের সময়, সেই ছবির নির্মাতাদের উচিত চুপ থাকা। কারণ, এরফলে সেই সংগঠনের সদস্যরা বাড়তি গুরুত্ব পায় না। প্রসঙ্গত, মন্তব্য করে কেউ যদি ছবি প্রথম কয়েকদিনের ব্যবসায় মার খাইয়ে দেয়, তাহলে ছবি ফ্লপ হয়ে যায় বক্সঅফিসে। তাই প্রথম কয়েকটা দিনে ছবিকেই পারফর্ম করতে দেওয়া উচিত।
‘পদ্মাবত’ বিতর্কে অবশেষে নীরবতা ভাঙলেন শাহরুখ, নির্মাতাদের দিলেন পরামর্শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2018 03:19 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -