মুম্বই: ছবির ট্রেলারে ইন্টারকোর্স শব্দে আপত্তি জানিয়েছিলেন সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি। কিন্তু শাহরুখ খান দাবি করলেন, জব হ্যারি মেট সেজালে আপত্তিকর কিছু নেই।
শাহরুখ জানিয়েছেন, ছবির বিষয়বস্তু নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারেন বলে তিনি মনে করেন না। সেন্সর বোর্ডকে তিনি সম্মান করেন। তারা তাদের কাজ করছে, তিনি করছেন তাঁর কাজ।
নিহালনি বলেছিলেন, যদি ইন্টারকোর্স শব্দের স্বপক্ষে ১ লাখ ভোট পড়ে তবে ওই শব্দটি সিনেমা থেকে তিনি ছাঁটবেন না। তাঁর এই ঘোষণার অল্প কয়েকদিনের মধ্যেই ইন্টারকোর্সের পক্ষে ১ লাখ ভোট পড়ে যায়।
এ নিয়ে শাহরুখ বলেছেন, মানুষ যেভাবে ছবির হয়ে ভোট দিয়েছেন, সেই একই উৎসাহ নিয়ে ছবিটি দেখতে আসুন তাঁরা। যেভাবে ছবিটির একের পর এক মিনি ট্রেলার বার হচ্ছে, বলি সিনেমায় তা আগে হয়নি। কিন্তু যেভাবে এই ট্রেলারগুলি মানুষ পছন্দ করছেন, তা আশাব্যঞ্জক বলে কলাকুশলীরা মনে করছেন।
জব হ্যারি মেট সেজালে আপত্তিকর কিছু নেই, দাবি এসআরকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 11:22 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -