কলকাতা:  ঝাড়খণ্ডের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি রাজ্যে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর জেরেই রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।