মুম্বই: হলিউড যদি পক্ষপাতদুষ্ট না হত, তবে ‘মাই নেম ইজ খান’-এ পারফরম্যান্সের জন্য অস্কার পেতেন শাহরুখ খান। এমনটাই মনে করেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো। ৬৯ বছরের ‘অ্যালকেমিস্ট’ লেখক টুইটারে শাহরুখের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নিজের ফেসবুক পেজের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন তিনি, তাতে দেখা যাচ্ছে, তিনি লিখেছেন, ‘মাই নেম ইজ খান’-ই শাহরুখের একমাত্র ছবি, যা তিনি দেখেছেন। ছবিটিই যে শুধু দুর্দান্ত তা নয়, শাহরুখের পারফরম্যান্স অস্কারযোগ্য ছিল। হলিউড যদি পক্ষপাতদুষ্ট না হত, অ্যাকাডেমি পাওয়া উচিত ছিল তাঁর। ‘মাই নেম ইজ খান’ ৭ বছরে পড়ায় টুইট করেছেন শাহরুখও। তাঁর মতে, এটাই দুঃখের, যে এ ধরনের ছবি এখনও প্রাসঙ্গিক। ছবির পরিচালক কর্ণ জোহরও টুইটারে উদযাপন করেছেন ছবিটির জন্মদিন। পাওলো কোহেলোকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।