মুম্বই : অবশেষে স্বস্তি। ২৬দিন পর মাদককাণ্ডে জামিন মঞ্জুর হল আরিয়ান খানের। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করার পর থেকে বারংবার জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ানের (Aryan Khan)। এরপরই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবীরা। আজ অবশেষে জামিনের আবেদন মঞ্জুর হল শাহরুখ-পুত্রের। আরিয়ানের সঙ্গে জামিনের আবেদন মঞ্জুর হয়েছে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে থ্রোব্যাক ছবি পোস্ট করলেন শাহরুখ খান এবং গৌরীর ভাইঝি আলিয়া ছিবা।
এদিন আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরের পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ান খান এবং সুহানা খানের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন আলিয়া ছিবা। ছোটবেলার সেই ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'অনেক অনেক ভালোবাসা'।
প্রসঙ্গত, শুধু আলিয়া ছিবাই নন। শাহরুখ-কন্যা সুহানা খানের বন্ধু সনয়া কপূরও এদিন আরিয়ানের জামিন মঞ্জুরের খবর পাওয়ার পরই ছোটবেলার ছবি পোস্ট করেছেন। তিনি সনয়া কপূর ক্যাপশনে কিছু না লিখে শুধু দুটো ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন। উল্লেখ্য, সনয়া কপূর শাহরুখ কন্যা সুহানার মতো অনন্যা পাণ্ডেরও বন্ধু।
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে বারংবার আদালতে জামিনের আবেদন করতে থাকেন তাঁর আইনজীবী। কিন্তু নিম্ন আদালতে ততবারই আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। মাদক মামলায় গ্রেফতার হওয়া আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর না হওয়ায় বম্বে আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা। আরিয়ান খানের হয়ে মামলা লড়ছিলেন মুকুল রোহতগী। অবশেষে স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট।