মুম্বই:  ইমতিয়াজ আলি পরিচালিত, শাহরুখ খান-অনুষ্কা শর্মা অভিনীত 'জব হ্যারি মেট সেজল'-এর একটি ট্রেলরে ব্যবহার করা হয়েছিল ইন্টারকোর্স শব্দটি। আর এই শব্দ নিয়েই এবার আপত্তি জানায় সেন্সর বোর্ড। বিভিন্ন টিভি চ্যানেলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে এর আনকাট ভার্সান চালানোর জন্যে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালানি। তারপর তিনি বলেন, যদি দর্শক একলক্ষ ভোট দেন, তাহলে ওই শব্দটি ট্রেলরে থেকে যাবে।

এবার সেই মন্তব্যের পাল্টাই শাহরুখ তাঁর কৌতুকপূর্ণ স্বভাবে বিঁধলেন সেন্সর প্রধানকে। তাঁর জবাব, আমারতো এখনও ১৮ই হয়নি, আমি ভোট দেব কী করে? এরপর তিনি বলেন, ছবিতে শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, কীভাবে করা হয়েছে, সেটা পূর্ণ ছবিটি দেখলেই সকলে বুঝতে পারবেন। এরমধ্যে অশালীন কিছু নেই।