মুম্বই: ছোটপর্দায় কাজ করতে আগ্রহী। ফের টেলিভিশনে ফিরতে চান বলিউড বাদশা শাহরুখ খান। তিনি মনে করেন এমন অনেক গল্প আছে যা দর্শককে দুঘন্টায় বলা যায় না, ১০ ঘন্টা লাগে। সেজন্যেই বাচ্চা থেকে বুড়ে সমস্ত দর্শকের কাছে পৌঁছনোর জন্যে টেলিভিশনের থেকে শ্রেষ্ঠ মাধ্যম আর বর্তমানে কিছু নেই।

১৯৮৯ সালে ‘ফৌজি’ দিয়ে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ বাদশার। তারপর ‘সার্কাস’ দেখেছিল তাঁর অভিনয়ের ম্যাজিক। কিন্তু সময় তাঁকে নিয়ে চলে যায় বড়পর্দায়। তারপরের কথা সকলেরই জানা। কিন্তু বড়াপর্দায় সাফল্যের শীর্ষে পৌঁছেও ছোটপর্দার বিষয় তিনি এখনও নস্ট্যালজিক।

তিনি মনে করেন অবিলম্বে ভারতেও আমেরিকার মতো টেলিভিশন সিরিজ চালু হওয়া উচিত্। তিনি নিজেও একসময় ছোটপর্দায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়’-এর মতো শোয়ের সঞ্চালনা করেছেন।