মুম্বই: সলমন খান বলিউডে সবচেয়ে দীর্ঘদিন ধরে ‘ব্যাচেলরহুডে’র স্ট্যাটাস বহন করে বেড়ানো তারকা অভিনেতা। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ২০১৬-র শেষে অবশেষে ভাঙতে চলেছে সলমনের এই ‘ব্যাচেলর’ স্ট্যাটাস। বিয়ে করতে চলেছেন তিনি তাঁর বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুরকে। কিন্তু তারমধ্যে ফের শোনা গেল চমকানোর মতো আরও একটি খবর। ফের একসঙ্গে সলমন ও তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাট।
তবে সলমন-ক্যাটরিনা এবার অফস্ক্রিনে নয়, দীর্ঘদিন বাদে এক হতে চলেছেন অন-স্ক্রিনে। কবীর খানের ছবি ‘টিউবলাইট’-এ প্রথমে সলমনের সঙ্গে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু পরে জানা গেল, দীপিকাকে সরিয়ে সলমনের বিপরীতে সেই জায়গায় এসেছেন ক্যাটরিনা কাইফ। যদিও এখবরের সত্যতা সম্পর্কে এখনও কিছু স্বীকার করেননি পরিচালক কবীর খান। তবে খবর যদি সত্যি হয় তাহলে সলমন-ক্যাট ভক্তরা খুব শীঘ্রই আবার তাঁদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।
ফের একসঙ্গে সলমন-ক্যাটরিনা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 05:53 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -