বাজিগর-এর দৃশ্য গৌরির মুখ বন্ধ করে দিয়েছে, পর্দায় তাঁর রোমান্স নিয়ে প্রশ্নের সরস জবাব শাহরুখের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 08:53 AM (IST)
NEXT
PREV
মুম্বই: পর্দায় রোমান্স কিং পরিচিত শাহরুখ খান। স্ত্রী গৌরির এ সব দৃশ্য দেখে সে রকম কিছু মনে হয় না বলেই জানিয়েছেন শাহরুখ।
‘জব হ্যারি মেট সেজল’ –এর ‘হাওয়ায়ে’ গানের লঞ্চ অনুষ্ঠানে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, পর্দায় তাঁর বিভিন্ন নায়িকার সঙ্গে রোমান্সের দৃশ্যে দেখে কী কখনও ইনসিকিওর বোধ করেছেন গৌরি? জবাবে শাহরুখের সরস মন্তব্য, ‘বাজিগর’-এ একটি মেয়েকে ছাদ থেকে ছুঁড়ে ফেলতে দেখার পর ও এ ব্যাপারে কোনওদিন কিছু জিজ্ঞাসা করেনি।
কিং খানের এই জবাবে সবাই হাসিতে ফেটে পড়ে। ৫১ বছরের বলিউড তারকা এরপরই বলেছেন, এটা একেবারেই রসিকতা। এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
বাস্তবেও তিনি রোমান্টিক স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে এসআরকে বলেছেন, এর উত্তর দিতে একটু লজ্জা পাচ্ছি। তবে আমি খুব ভালো সঙ্গী। আমি হাসাতে, হাসতে পারি। কেউ কিছু বললে মন দিয়ে শুনি।
‘জব হ্যারি মেট সেজল’-এর কাহিনী হ্যারি নামের এক ট্যুরিস্ট গাইডকে নিয়ে গড়ে উঠেছে। কী চাইছে, তা জানা নেই হ্যারির। সেজালের ভূমিকায় রয়েছেন অনুষ্কা শর্মা। হারিয়ে যাওয়া আংটি খুঁজে না পাওয়া পর্যন্ত থামতে রাজি হয় গুজরাতি তরুণী সেজাল।
আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
মুম্বই: পর্দায় রোমান্স কিং পরিচিত শাহরুখ খান। স্ত্রী গৌরির এ সব দৃশ্য দেখে সে রকম কিছু মনে হয় না বলেই জানিয়েছেন শাহরুখ।
‘জব হ্যারি মেট সেজল’ –এর ‘হাওয়ায়ে’ গানের লঞ্চ অনুষ্ঠানে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, পর্দায় তাঁর বিভিন্ন নায়িকার সঙ্গে রোমান্সের দৃশ্যে দেখে কী কখনও ইনসিকিওর বোধ করেছেন গৌরি? জবাবে শাহরুখের সরস মন্তব্য, ‘বাজিগর’-এ একটি মেয়েকে ছাদ থেকে ছুঁড়ে ফেলতে দেখার পর ও এ ব্যাপারে কোনওদিন কিছু জিজ্ঞাসা করেনি।
কিং খানের এই জবাবে সবাই হাসিতে ফেটে পড়ে। ৫১ বছরের বলিউড তারকা এরপরই বলেছেন, এটা একেবারেই রসিকতা। এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
বাস্তবেও তিনি রোমান্টিক স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে এসআরকে বলেছেন, এর উত্তর দিতে একটু লজ্জা পাচ্ছি। তবে আমি খুব ভালো সঙ্গী। আমি হাসাতে, হাসতে পারি। কেউ কিছু বললে মন দিয়ে শুনি।
‘জব হ্যারি মেট সেজল’-এর কাহিনী হ্যারি নামের এক ট্যুরিস্ট গাইডকে নিয়ে গড়ে উঠেছে। কী চাইছে, তা জানা নেই হ্যারির। সেজালের ভূমিকায় রয়েছেন অনুষ্কা শর্মা। হারিয়ে যাওয়া আংটি খুঁজে না পাওয়া পর্যন্ত থামতে রাজি হয় গুজরাতি তরুণী সেজাল।
আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -