মুম্বই: হাতের নাগালে প্রিয় তারকাকে পেলে কী না কী প্রশ্ন করে বসেন অনুরাগীরা। আর সেই তারকা যদি হন শাহরুখ খান, তাহলে তো কথাই নেই। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় শাহরুখ। অনুরাগীদের সঙ্গে রীতিমতো কথোপকথন চালিয়ে যান শাহরুখ। এবার সেই যোগাযোগটাই আরও একটু মিঠে করে তুলতে ভক্তদের জন্য #askshahrukh তৈরি করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই #askshahrukh ট্রেন্ডিং হয়ে উঠতে সময় লাগেনি। ফ্যানেদের নানারকম প্রশ্নে জেরবার শাহরুখ। আসছে কিছু বিব্রত করার মতো প্রশ্নও। যেমন, সম্প্রতি প্রিয় তারকাকে একজন প্রশ্ন করে বসেন, 'মান্নতে একটি ঘরের ভাড়া কত?'
শাহরুখ তো দমে যাওয়ার পাত্র নন। বাকপটু হিসেবে তার খ্যাতি আছেই। এই প্রশ্নের উত্তরও দিলেন বেশ কায়দা করেই। লিখলেন, '৩০ বছরের পরিশ্রম'।



বান্দ্রায় শাহরুখের মান্নত চেনেন না এমন লোক নেই। সমুদ্র তীরে শাহরুখের আলিশান বাংলো মান্নত। মুম্বই শহরে স্ট্রাগলের দিনগুলিতে মাথার উপর ছাদ ছিল না তাঁর। তখন থেকেই নিজের বাড়ির স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নের বাস্তব রূপ মান্নত!
আরেকজন ভক্ত আবার শাহরুখের ছবি পরপর ফ্লপ কেন, সেই প্রশ্ন তোলেন। শাহরুখ তার উত্তরে বলেন,‘ব্যস, আপ দুয়া মে ইয়াদ রাখ না।’



মজার এখানেই শেষ নয়। এক ভক্ত আবার বাইকের সঙ্গে নিজের ছবি শেয়ার করে শাহরুখকে জিজ্ঞাসা করেন কেমন লাগছে? তাতে বাদশার উত্তর,‘হেলমেট পরুন’।