নয়াদিল্লি: বিসিসিআই-এর নির্বাচক হতে চেয়ে আবেদন জানালেন জাতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, প্রাক্তন অফ-স্পিনার রাজেশ চৌহান ও প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান অময় খুরেশিয়া। আগামীকাল আবেদন জানানোর শেষ দিন। ক্রিকেটমহল সূত্রে খবর, প্রাক্তন পেসার ও জুনিয়র দলের প্রাক্তন নির্বাচক বেঙ্কটেশ প্রসাদ এবং বিরাট কোহলিদের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও নির্বাচক হওয়ার জন্য আবেদন জানাতে পারেন। তবে তাঁরা এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে নির্বাচক বাছাইয়ের বিষয়টি আকর্ষণীয় হতে চলেছে।
দক্ষিণাঞ্চলের নির্বাচক এমএসকে প্রসাদ ও মধ্যাঞ্চলের নির্বাচক গগন খোডার মেয়াদ শেষ হওয়ায় তাঁরা সরে যাচ্ছেন। অপর তিন নির্বাচক উত্তরাঞ্চলের শরণদীপ সিংহ, পূর্বাঞ্চলের দেবাঙ্গ গাঁধী ও পশ্চিমাঞ্চলের যতীন পারাঞ্জপে আরও এক মরসুম থাকছেন।
বেনসন অ্যান্ড হেজেস কাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন শিবরামকৃষ্ণন। তিনি ভারতের হয়ে ৯টি টেস্ট ম্যাচ ও ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। খেলা ছাড়ার পর তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পিন বিষয়ক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া আইসিসি-র ক্রিকেট কমিটিতেও ছিলেন তিনি।
অন্যদিকে, বাঙ্গার ১২টি টেস্ট ম্যাচ ও ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ন’য়ের দশকে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা রাজেশ ২১টি টেস্ট ম্যাচ ও ৩৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি যে টেস্ট ম্যাচগুলি খেলেন, তার একটিতেও হারেনি ভারত।
জাতীয় নির্বাচক হওয়ার আবেদন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, রাজেশ চৌহান, অময় খুরেশিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 07:31 PM (IST)
দক্ষিণাঞ্চলের নির্বাচক এমএসকে প্রসাদ ও মধ্যাঞ্চলের নির্বাচক গগন খোডার মেয়াদ শেষ হওয়ায় তাঁরা সরে যাচ্ছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -