নয়াদিল্লি: বিসিসিআই-এর নির্বাচক হতে চেয়ে আবেদন জানালেন জাতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, প্রাক্তন অফ-স্পিনার রাজেশ চৌহান ও প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান অময় খুরেশিয়া। আগামীকাল আবেদন জানানোর শেষ দিন। ক্রিকেটমহল সূত্রে খবর, প্রাক্তন পেসার ও জুনিয়র দলের প্রাক্তন নির্বাচক বেঙ্কটেশ প্রসাদ এবং বিরাট কোহলিদের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও নির্বাচক হওয়ার জন্য আবেদন জানাতে পারেন। তবে তাঁরা এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে নির্বাচক বাছাইয়ের বিষয়টি আকর্ষণীয় হতে চলেছে।


দক্ষিণাঞ্চলের নির্বাচক এমএসকে প্রসাদ ও মধ্যাঞ্চলের নির্বাচক গগন খোডার মেয়াদ শেষ হওয়ায় তাঁরা সরে যাচ্ছেন। অপর তিন নির্বাচক উত্তরাঞ্চলের শরণদীপ সিংহ, পূর্বাঞ্চলের দেবাঙ্গ গাঁধী ও পশ্চিমাঞ্চলের যতীন পারাঞ্জপে আরও এক মরসুম থাকছেন।

বেনসন অ্যান্ড হেজেস কাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন শিবরামকৃষ্ণন।  তিনি ভারতের হয়ে ৯টি টেস্ট ম্যাচ ও ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। খেলা ছাড়ার পর তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পিন বিষয়ক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া আইসিসি-র ক্রিকেট কমিটিতেও ছিলেন তিনি।

অন্যদিকে, বাঙ্গার ১২টি টেস্ট ম্যাচ ও ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ন’য়ের দশকে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা রাজেশ ২১টি টেস্ট ম্যাচ ও ৩৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তিনি যে টেস্ট ম্যাচগুলি খেলেন, তার একটিতেও হারেনি ভারত।