জব হ্যারি মেট সেজাল নামের জন্য রণবীরকে পুরস্কার দিলেন শাহরুখ, এবার কর্ণ জোহরেরও একই দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jun 2017 05:28 PM (IST)
মুম্বই: আগামী ছবি জব হ্যারি মেট সেজালের নামকরণ নাকি তিনিই করেছেন। এই দাবিতে কিছুদিন ধরেই বলিউড সংবাদমাধ্যম তোলপাড় করছিলেন রণবীর কপূর। শাহরুখ খান প্রথমে তা অস্বীকার করলেও রণবীরের দাবি শেষমেষ মেনে নেন তিনি। জানিয়ে দেন, ছবির নামকরণের পুরস্কারস্বরূপ রণবীরকে ৫০০০ টাকা তিনি দেবেন, নিজের পকেট থেকে। সেইমতো আজ শাহরুখ প্রাপ্য টাকা মিটিয়ে দিয়েছেন রণবীরকে। সঙ্গে লেজুড় জুড়ে দিয়েছেন, ছবির নামের জব শব্দটি কর্ণ জোহরের দেওয়া, তাঁকে সেইমতো হিস্যা দিন রণবীর। সঙ্গে সঙ্গে কর্ণের টুইট, হ্যাঁ, রণবীরের কাছে ১২৫০ টাকা পান তিনি। যদিও রণবীর এই টাকা দেবেন কিনা তা এখনও জানাননি।