মুম্বই: ১৯৯৫ এ মুক্তি পেয়েছিল "দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে"। বাকিটা ইতিহাস। সেই ছবির মুগ্ধতা এখনও অমলিন। সম্প্রতি ভারত সফরে এসে ডিডিএলজে-র উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্টও। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই শহরুখ পত্নী বললেন, ডিডিএলজে-র সিক্যুয়েল তৈরি করা হোক।
মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ক্ল্যাসিক ভারতীয় ছবির প্রসঙ্গে ডিডিএলজে-র উল্লেখ করেন ট্রাম্প। তাতে একপ্রকার আপ্লুত শাহরুখ-ভক্তরা।
কেমন লাগছে? প্রশ্নের উত্তরে গৌরি বলেন, ‘মনে হয়, শাহরুখ ডিডিএলজের সিক্যুয়েল তৈরি করবেন। এটাই হয়ত পরবর্তী পরিকল্পনা। আমি আদিত্য চোপরাকে অনুরোধ করব, যাতে তিনি ডিডিএলজে-র পার্ট টু তৈরি করেন। যাতে আগামী দিনে ভারত সফরে আসা সব দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা ডিডিএলজে নিয়ে কথা বলেন।’
এছাড়াও গৌরি বলেন, শাহরুখ যদি চলচ্চিত্রের জগতে না আসতেন, তাহলে নিশ্চয়ই ভাল স্থপতি হতেন। সেই সঙ্গে তিনি আরও জানান, কিং খান তাঁর করা ডিজাইন খুব পছন্দ করেন। সম্প্রতি একটি টেবিল ডিজাইন করে শাহরুখের প্রশংসা পেয়েছেন গৌরি। হালে শাহরুখের ঘর নতুন করে সাজিয়েছেন গৌরি।
তবে কি শাহরুখ গৌরিকে ইন্টেরিয়ার ডিজাইনিং-এর আইডিয়াও দেন? ‘এখন শাহরুখের অভিনয় ছেড়ে ইন্টেরিয়র ডিজাইনে মন দেওয়া উচিত। হয়ত ভবিষ্যতে করবেন’, হাসতে হাসতে জবাব শাহরুখ পত্নীর।
ট্রাম্পের ভাষণে ডিডিএলজে-র উল্লেখ, সিক্যুয়েল করবেন শাহরুখ, জানালেন গৌরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 03:03 PM (IST)
মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ক্ল্যাসিক ভারতীয় ছবির প্রসঙ্গে ডিডিএলজে-র উল্লেখ করেন ট্রাম্প। তাতে আপ্লুত শাহরুখ-ভক্তরা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -