খুলনা: বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার। পাত্রী ১৯ বছরের প্রিয়ন্তী দেবনাথ পূজা। ঢাকার মেয়ে প্রিয়ন্তী এবছরই একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তবে খুলনা ক্লাবে বিয়ের অনুষ্ঠানে হুলুস্থুল পড়ে যায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে! জানা গিয়েছে, সেদিন মোট ৭টি মোবাইল ফোন চুরি যায়। এবং সবকটিই পাত্রপক্ষের। যার মধ্যে ছিল তারকা ব্যাটসম্যানের বাবার ফোনও!
পরিস্থিতি এমনই হয় যে, পুলিশ ডাকতে হয়। জানা গিয়েছে, চোর ধরা পড়েছে। তবে সন্দেহভাজনের তালিকায় আছে জানার পরই চোরেরা আক্রমণ করে বসে সৌম্যর পরিবারের সদস্যদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বিয়ের বাকি অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্টে খেলেননি সৌম্য। বাংলাদেশের হয়ে ১৫টি টেস্ট, ৫৫টি ওয়ান ডে ও ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
বরপক্ষের ৭টি মোবাইল ফোন চুরি! হুলুস্থুল সৌম্য সরকারের বিয়েতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 12:04 PM (IST)
চুরি যাওয়া সবকটি ফোনই পাত্রপক্ষের। যার মধ্যে ছিল তারকা ব্যাটসম্যানের বাবার ফোনও!
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -