হায়দরাবাদের বিশ্ববিদ্যালয় থেকে শাহরুখকে ডক্টরেট
ABP Ananda, Web Desk | 25 Dec 2016 12:30 PM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদের মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় ডক্টরেট উপাধি দিচ্ছে শাহরুখ খানকে। সোমবার এই উপলক্ষ্যে হায়দরাবাদ আসছেন তিনি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শাহরুখকে এই উপাধিতে সম্মানিত করবেন। এর আগে বেশ কয়েকবার নানা প্রতিষ্ঠান থেকে ডক্টরেট পেয়েছেন এসআরকে। কিন্তু এবারের উপাধিটি তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তাঁর মা হায়দরাবাদের মানুষ ছিলেন। অর্থাৎ মামার বাড়ির উপহার!