নয়াদিল্লি: তুতো বোন নূর জেহান পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ায় ট্যুইটারে আক্রমণের মুখে পড়লেন বলিউড তারকা শাহরুখ খান। অনেকেই শাহরুখের পাকিস্তান-প্রীতি নিয়ে প্রস্ন তুলেছেন। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া, উরি হামলার পর ‘রইস’ ছবিতে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানকে নেওয়া, পাকিস্তানে বন্যাত্রাণে অর্থসাহায্য করা, মুম্বইয়ে বিস্ফোরণের দু’দিন পরে পার্টি করার কথা উল্লেখ করে শাহরুখকে আক্রমণ করেছেন অনেকে। কেউ কেউ আবার শাহরুখের দেশভক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও শাহরুখের ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।
























২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাহরুখের তুতো বোন নির্দল প্রার্থী হচ্ছেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পেশোয়ারে পিকে-৭৭ কেন্দ্র থেকে ভোটে লড়বেন নূর। তিনি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। ভোটের ফল কী হবে সেটা সময়ই বলে দেবে, তবে তাঁর প্রার্থী হওয়ার খবরের প্রভাব পড়েছে সীমান্তের এপারে। যার জেরে তোপের মুখে শাহরুখ।