লস অ্যাঞ্জেলস: তাঁর অভিনীত মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো-য় ভারতীয়দের জঙ্গি হিসেবে দেখানোর জন্য প্রিয়ঙ্কা চোপড়া ক্ষমা চাইলেন। টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, তিনি গর্বিত ভারতীয়, দেশবাসীর আবেগকে আহত করার উদ্দেশ্য তাঁর কখনওই ছিল না।
দ্য ব্লাড অফ রোমিও নামে ওই এপিসোডে দেখানো হয়, ভারতীয় জাতীয়তাবাদীরা ম্যানহাটানে বিস্ফোরণের ছক কষেছে, তারপর পাকিস্তানকে ফাঁসিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। এতে আহত হন ওই শোয়ের ভারতীয় দর্শকরা, ভারতকে নেতিবাচকভাবে দেখানোর জন্য প্রিয়ঙ্কাও কঠোর সমালোচনার মুখে পড়েন।
[embed]https://twitter.com/AsliShotgun/status/1004069481545494529?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-apologize-for-quantico-controversy-i-dont-intend-883911[/embed]
এই পরিস্থিতিতে প্রিয়ঙ্কা টুইট করেছেন, তিনি অত্যন্ত মনঃক্ষুণ্ণ ও দুঃখিত যে কোয়ান্টিকো-র সাম্প্রতিক একটি এপিসোডে কেউ কেউ আহত হয়েছেন। সেটা তাঁর কখনওই উদ্দেশ্য নয়, হবেও না কোনওদিন। এ জন্য অন্তর থেকে ক্ষমা চাইছেন তিনি। তিনি ভারতীয় হিসেবে গর্বিত আর তা কখনওই বদলাবে না।
[embed]https://twitter.com/priyankachopra/status/1005521373756903425?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-apologize-for-quantico-controversy-i-dont-intend-883911[/embed]
কোয়ান্টিকো-র নির্মাতা সংস্থা এবিসি-ও বিবৃতি দিয়ে ওই এপিসোডের জন্য ক্ষমা চেয়েছে। তার পরদিন ক্ষমা চাইলেন প্রিয়ঙ্কাও।
কোয়ান্টিকো-য় ভারতীয় জাতীয়তাবাদীদের দেখানো হয়েছে জঙ্গি হিসেবে, ক্ষমা চাইলেন প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk
Updated at:
10 Jun 2018 03:30 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -