মুম্বই: সুপারস্টার ও সেলিব্রিটিদের পিছনে দৌড়তে হামেশাই দেখা যায় ভক্ত ও সংবাদমাধ্যমকে। এতে, বহুক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টিও হয়। এমনই একটি ঘটনা ঘটল বুধবার।


খবরে প্রকাশ, গতকাল ‘ডিয়ার জিন্দেগি’ ছবির সহ-অভিনেত্রী আলিয়া ভট্টের জন্মদিনের পার্টিতে যোগ দিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন শাহরুখ খান।


সেই সময় বেশ কয়েকজন চিত্রসাংবাদিক কিং খানের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ভিড়ের মধ্যে আচমকা ওই আলোকচিত্রীর পায়ের ওপর দিয়ে চলে যায় অভিনেতার গাড়ির চাকা।


বুঝতে পেরেই গাড়ি থামিয়ে নেমে পড়েন শাহরুখ। অন্য আলোকচিত্রীদের আশ্বস্ত করেন, তাঁরা যেন চিন্তা না করেন। তিনি জানান, ওই আলোকচিত্রীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি।


এরপরই আলোকচিত্রীকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন নানাবতী হাসপাতালে। সেখানে আহতকে ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে শুশ্রূষা করান শাহরুখ।