পরিচালক এস এস রাজামৌলী বলেছিলেন, ঐতিহাসিক এই নাটকে আরও অনেক কিছু আছে। ট্রেলারে স্পষ্ট, তিনি ভুল কিছু বলেননি। দর্শক যা ভেবেছিলেন, তার থেকে অনেক বেশি অস্ত্রশস্ত্র রয়েছে বাহুবলী ২-র তূণীরে।
প্রভাস থেকে রামিয়া, তমন্না থেকে রানা ডাগ্গুবাতি- প্রতিটি চরিত্রের বৈশিষ্ট্য আরও কৌতূহল জাগিয়ে তুলেছে মূল ছবিটির জন্য।
২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। জানা যাবে, কাটাপ্পা কেন মেরেছিলেন বাহুবলীকে।
দেখে নিন সেই ট্রেলার