অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের উদ্ধুদ্ধ করলেন শাহরুখ
Web Desk, ABP Ananda | 28 Oct 2016 02:46 PM (IST)
মুম্বই: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান যে মহিলাদের মধ্যে জনপ্রিয় তা কারও অজানা নয়। এবার অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন বলিউড অভিনেতা। https://twitter.com/MakeLuvNotScars/status/791531029559250944 ওই সংগঠনের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে আক্রান্তরা ... হাঁটেন। লক্ষ্য ছিল, মানুষের মধ্যে আক্রান্তদের অনুপ্রেরণা জোগানো। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যাসিড হামলার শিকার হওয়া মহিলাদের উদ্বুদ্ধ করেন কিং খান। পরে ওই মহিলাদের সঙ্গে ছবি তুলে তা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। লেখেন, আমার সুন্দর বন্ধু- রেশমা, স্বপ্না, মমতা এবং বাসন্তীর সঙ্গে রয়েছি। https://twitter.com/iamsrk/status/791528689938739200