এইমসের রেকর্ড অনুসারে, ভিসেরার জন্য সুশান্তর শরীরের যে অংশগুলি সিজ করা হয়েছিল, সেগুলি হল-
১. পাকস্থলীর অংশ
২. খাবার সহ ক্ষুদ্রান্তের অংশ
৩.এক-তৃতীয়াংশ লিভারের অংশ
৪. গলব্লাডারের অংশ
৫. দুই দিকের কিডনি অর্ধেক অংশ
৬. ১০ মিলিলিটার রক্ত
৭. মাথার চুল
অনুসন্ধানে এখনও পর্যন্ত কী মিলেছে?
-অনুসন্ধানকারীরা সুশান্তর ভিসেরা থেকে কিছু রাসায়নিক ট্রেসেস পেয়েছেন।
-এই রাসায়নিক ট্রেসেসের সুশান্তের মৃত্যুর ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল কিনা, তা সিবিআইয়ের তদন্তকারীরা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তদন্ত ও পরবর্তী তদন্তের পর স্থির করবেন।
-এইমসের ফরেনসিক টিম এই কেমিক্যালস সংক্রান্ত তথ্য সিবিআই-কে দেবে এবং তদন্তকারীদের এ ব্যাপারে অবহিত করবে। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা পরবর্তী তদন্তের পর স্থির করবে যে, এর সঙ্গে সুশান্তর মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা।
-যদিও প্রচলিত বিষের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
-এখনও পর্যন্ত এইমসের তদন্ত সম্পূর্ণ হয়নি। তদন্ত এখনও চলছে। এজন্যই মেডিক্যাল বোর্ডের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
-মেডিক্যাল বোর্ডের বৈঠক চলতি সপ্তাহেই হওয়ার সম্ভাবনা।
মেডিক্যাল বোর্ডের সামনে এইমসের অনুসন্ধানকারীরা তাঁদের প্রাপ্ত তথ্য পেশ করলে চূড়ান্ত রূপে তা সিবিআই-কে দেওয়া হবে। ভিসেরা তদন্তের জন্য টোক্সিকোলজি ছাড়াও হিস্টোপ্যাথোলজি ও বায়ো কেমিস্ট্রি বিভাগের ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক সুধীর গুপ্তার নেতৃত্বে অনুসন্ধান চলছে।