নয়াদিল্লি: গতবারের মতো আরও একবার মজাদার, এক্সাইটিং 'ওয়ান মাইক স্ট্যান্ড'-এর নয়া সিজন নিয়ে এসেছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং জায়ান্ট অ্যামাজন প্রাইম ভিডিও। এই সিজনে মঞ্চে মাইক হাতে কাদের দেখতে পাওয়া যাবে? থাকছেন চিত্র পরিচালক কর্ণ জোহর, অভিনেত্রী সানি লিওন, গায়ক রফতার, লেখক চেতন ভগত এবং সাংবাদিক ফেই ডি'সুজা। এই মরসুমে তাঁদের 'স্ট্যান্ড-আপ কমেডি' স্কিল দেখবেন দর্শকেরা।


স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, 'আমি সবসময়েই স্ট্যান্ড আপ কমেডি খুবই পছন্দ করি এবং আমি এখানে ও বিদেশে বেশ কিছু অনুষ্ঠান দেখেওছি। একজন কমেডিয়ানকে মঞ্চে পারফর্ম করতে দেখলে মনে হয় বেশ সহজ আর সাবলীল একটা কাজ। কিন্তু প্রকৃতপক্ষে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং প্রত্যেকটা জোকে (Joke) তাঁদের হাসানো যে কতটা কঠিন তা আমি এখানে খুব কাছ থেকে শিখেছি।'



তিনি আরও বলেন, 'আমি সবসময়ই আমার অনুরাগী ও দর্শকদের কাছে নিজের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে চাই এবং প্রথমত সেই কারণেই এই অনুষ্ঠানের প্রতি আমি আকৃষ্ট হই। ওয়ান মাইক স্ট্যান্ডের শেষ সিজন আমি বেশ উপভোগ করেছিলাম। প্রচণ্ড হাসি পেয়েছিল। বিভিন্ন তারকারা যে সেট পারফর্ম করেছিলেন সবগুলোই দুর্দান্ত ছিল, এবং তাই এবারেও ওই পর্যায়ের মসৃণ পারফর্ম্যান্সের চাপও ছিল। আমি বড় সংলাপ মুখস্ত করে ডেলিভার করতে অভ্যস্ত কিন্তু লাইভ পারফর্ম করার নিজস্ব থ্রিল আছে।'


অভিনেত্রী জানান, প্রথমে তিনি স্ট্যান্ড কমেডিতে অংশ নিতে বেশ ভয়ই পাচ্ছিলেন। 'ফ্যাশন শো চলাকালীন র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও ভয়ঙ্কর হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। মনে করুন, আপনি কোনও জোক বললেন, আর কেউ হাসলোই না। সেটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল। বলতেই হবে, যে আমি নিজের ব্যাপারে একটি বা দুটো মজা করতে শিখেছি এবং আমার চারপাশটাকে অনেক হালকা দৃষ্টিতে দেখেছি। নীতি পালটার সঙ্গে কাজ করতে পেরে আমি অভিভূত। প্রত্যেকটা ক্ষেত্রে তাঁর মতামত বেশ তাজা। মহিলাদের সঙ্গে কাজ করা সবসময়ই মজার কারণ তখন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারা যায়। সেই কারণেই আমার সেটও বেশ ভালই কাজ করেছে বলতে পারি,' বলছেন সানি লিওন।