মুম্বই: চলতি বছরের এপ্রিল মাসে সুখবর শোনান অর্জুন রামপাল (Arjun Rampal) ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস (Gabriella Demetriades )। তারকা জুটি জানান, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০ জুলাই তাঁদের কোল আলো করে এল তাঁদের দ্বিতীয় সন্তান (baby boy)। পুত্র সন্তান এসেছে অর্জুন ও গ্যাব্রিয়েলার। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নেন অভিনেতা। তাঁদের ইতিমধ্যেই এক ছেলে রয়েছে, যাঁর নাম অরিক (Arik)। ২০১৯ সালের জুলাই মাসে তাঁর জন্ম হয়।
দ্বিতীয় সন্তান এল অর্জুন-গ্যাব্রিয়েলার কোলে
২০১৮ সালে চেনা পরিচিতদের মাধ্যমে আলাপ হয় অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের। 'রক অন' অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দুই কন্যা সন্তান রয়েছে, মায়রা ও মাহিকা। প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের এক ছেলে রয়েছে।
অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের কোল আলো করে ফের এক পুত্র সন্তান এসেছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ২০ জুলাই একটি ছবি পোস্ট করেন অভিনেতা। কাপড়ের টুকরো একটি ছবিতে দেখা যাচ্ছে, তাতে লেখা, 'হ্যালো ওয়ার্ল্ড', সঙ্গে উইনি দ্য পু-এর ছবি। এই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আজ আমার পরিবার ও আমার কাছে আশীর্বাদস্বরূপ এসেছে এক পুত্র সন্তান। মা ও ছেলে দুজনেই ভাল রয়েছে। চিকিৎসক ও নার্সদের দুর্দান্ত টিমকে অনেক ধন্যবাদ। আমরা আনন্দে আত্মহারা। আপনাদের সকলের ভালবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।'
কর্মক্ষেত্রে অর্জুন রামপাল
একাধিক বক্স অফিস সফল হিন্দি ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল। বলিউডে নিজের জন্য যোগ্য স্থান অর্জনের পর, এবার নিজের প্রতিভা দক্ষিণের সিনে দুনিয়ায় দেখাতে চলেছেন অর্জুন রামপাল। নন্দমুরী বালাকৃষ্ণার 'এনবিকে১০৮' ছবির হাত ধরে তেলুগু সিনেমায় ডেবিউ করতে চলেছেন অর্জুন।
আরও পড়ুন: Ishita-Vatsal: মা হলেন 'দৃশ্যম' অভিনেত্রী ঈশিতা দত্ত, কোলে এল পুত্র সন্তান
অন্যদিকে গ্যাব্রিয়েলা পেশায় মডেল। তাঁর নিজের একটি ফ্যাশন লেবেল রয়েছে যার নাম 'দিম লভ'। আপাতত নতুন জীবনের জন্য অর্জুন ও গ্যাব্রিয়েলাকে শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial