মুম্বই: যাঁর গান শুনে বড় হয়েছেন এবার তাঁর সঙ্গেই ডুয়েট গান তৈরি করলেন গায় স্টেবিন বেন (Stebin Ben)। মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও 'পেয়ার করতে হো না' (Pyaar Karte Ho Na)। আর এই গানে তাঁর সঙ্গে মহিলা কণ্ঠে দিয়েছেন বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। স্টেবিন বেনের কথায়, তিনি বড় হয়েছেন শ্রেয়া ঘোষালের গান শুনে এবং তাঁর স্বপ্ন ছিল যে একদিন শ্রেয়ার সঙ্গে কাজ করবেন তিনি। স্বাভাবিকভাবেই অবশেষে তাঁর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত স্টেবিন।
এই মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা, জ্যাসমিন ভাসিন ও মোহসিন খান (Jasmin Bhasin and Mohsin Khan)।
বেনের কথায়, 'এত বড় সুযোগ পেয়ে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এতদিন এবং সেটাই ঘটল। শ্রেয়া ম্যাম একজন কিংবদন্তি গায়িকা এবং তার সঙ্গে কাজ করার এই সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। এই গানটি খুবই স্পেশাল এবং গানটি রেকর্ড করার সময় তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।'
দুটি মানুষের প্রেমে পড়ার গল্প বলে এই গানটি। সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'পেয়ার করতে হো না' গানটি গেয়েছেন স্টেবিন বেন ও শ্রেয়া ঘোষাল।