কলকাতা: চিত্পুরে অভিনব কায়দায় জ্যোতিষীর থেকে তোলাবাজির অভিযোগ। বেল্ট খুলে জ্যোতিষীকে (astrologer) মারার অভিযোগ উঠল। এছাড়া ৭ হাজার টাকা ও গয়না লুঠের অভিযোগে ২ জন গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। তোলাবাজি, হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে স্থানীয় থানায়।
অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, কিছুদিন আগেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দু’টি কমিটির নামে বিভিন্ন দামের কুপন ছাপিয়ে চলছে টাকা সংগ্রহ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই বাস, ট্যাক্সি, অটো ও টোটো থেকে তোলা আদায়ের অভিযোগ উঠেছে। এনিয়ে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি। যদিও তোলাবাজির অভিযোগ মানতে চাননি কাউন্সিলর। দু’টি সংগঠনের নামে ছাপানো হয়েছে তিন ধরনের কুপন। রং বদলের সঙ্গে কুপনের মূল্যও আলাদা। কোনও কুপন চার টাকার, কোনওটা পাঁচ টাকার তো কোনওটা আবার ছ’টাকার। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডে এই তিন ধরনের কুপনের মাধ্যমেই চলছে টাকা আদায়।
কয়েক মাস আগে, রানাঘাটের পর ব্যারাকপুর। আসল দেখিয়ে নকল স্বর্ণমুদ্রা বিক্রির নামে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূল নেতার পর এবার প্রতারণার ফাঁদে মহিলা জ্যোতিষী। তদন্তে নেমে পুলিশের দাবি, বীরভূমে বসে ছড়ানো হয়েছিল প্রতারণার জাল।
ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা মহিলা জ্যোতিষীর দাবি, ফেব্রুয়ারি মাসে তাঁর বাড়িতে কাজে আসা রাজমিস্ত্রি ৮ লক্ষ টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করেন তিনি। জ্যোতিষীর অভিযোগ, এরপরই একটি স্বর্ণমুদ্রা দেখিয়ে অন্য গল্প ফাঁদে ওই রাজমিস্ত্রি। তিনি জানান, বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে মাটি খুঁড়ে এসব স্বর্ণমুদ্রা খুঁজে পায় তারা।