হলিউডের প্রথমসারির ব্যক্তিত্ব ছিলেন স্টিভ। তাঁর বয়স হয়েছিল ৫৫। এভাবে তাঁর মৃত্যুতে শোকবিহ্বল ইন্ডাস্ট্রি ও তাঁর পরিবার। লস অ্যাঞ্জেলেসের এক বিলাসবহুল আবাসনে থাকতেন স্টিভ। ওই বিল্ডিং থেকেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ইন্ডাস্ট্রিতে স্টিভ একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তিনি ‘গেট কার্টার’, ‘এভরি ব্রেথ’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাণ করেছেন তিনি। একটি ধনাঢ্য পরিবারের সন্তান স্টিভ। উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন ৬০০ বিলিয়ন ডলারের ব্যবসা।
স্টিভের দুই সন্তান। এক সময় অভিনেত্রী এলিজাবেথ হার্লের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁদের সেই সম্পর্কে জল্পনার ঢেউ তুলেছিল। কিন্তু সেই সম্পর্কে বেশিদিন টেকেনি। এলিজাবেথ ও স্টিভের এক সন্তানও রয়েছে। স্টিভের মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন এলিজাবেথ। স্টিভের মৃত্যুর খবরে তিনি বিচলিত বলে জানিয়েছেন এলিজাবেথ। তিনি লিখেছেন, আমি খুবই দুঃখিত। বিশ্বাস হচ্ছে না যে, স্টিভ আমাদের মধ্যে আর নেই। আমরা একসঙ্গে প্রচুর ভালো সময় কাটিয়েছে। কিছু খারাপ সময়ও ছিল। তাঁর স্মৃতি খুবই সুন্দর। দারুণ মানুষ ছিলেন তিনি। গত বছর আমরা ফের কাছাকাছি এসেছিলাম। ছেলের ১৮ তম জন্মদিনে তিনি ওর সঙ্গে কথাও বলেছিলেন। এটা খুবই মর্মান্তিক খবর।