কলকাতা: নির্বাচনী জোট নিয়ে বাম-কংগ্রেসে ফের তৎপরতা। আজ সন্ধেয় বৈঠকে বসছেন বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা। সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ বামদলের নেতারা উপস্থিত থাকবেন। কংগ্রেসের তরফে বৈঠকে থাকবেন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্যরা। মূলতঃ আলোচনা হবে যৌথ আন্দোলন কর্মসূচি এবং বিধানসভা ও পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে। এর আগে দু’ দলের নেতারা একাধিকবার বৈঠক করেছেন। আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন পুরসভায় যৌথ প্রার্থী তালিকা তৈরির কাজ অনেকাই এগিয়েছে। কিন্তু করোনা ও উমপুন পরিস্থিতির পর সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ হয়ে যায়। ফের জোট প্রক্রিয়াকে সক্রিয় করে দ্রুত পথে নামতে আজ বাম-কংগ্রেসের বৈঠক।
জোট নিয়ে আজ সন্ধেয় বাম, কংগ্রেস বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2020 12:18 PM (IST)
আলোচনা হবে যৌথ আন্দোলন কর্মসূচি এবং বিধানসভা ও পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -