লস অ্যাঞ্জেলেস: সমাজে মহিলাদের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়ঙ্কা চোপড়া। এই অভিনেত্রীর দাবি, ‘মেয়েদের সবসময় দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করা হয়। তাঁদের সৌন্দর্যের নির্দিষ্ট মান বজায় রাখতে বাধ্য করা হয়। সমাজের নিয়মে নিজেদের সমর্পণ না করে মেয়েদের উচিত নিজেদের ভালবাসা এবং আত্মবিশ্বাস বজায় রাখা।’
একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, ‘আমাদের সবসময় বলা হয়েছে, যে কোনও একজন জিততে পারে। আমাদের মধ্যে যে সেরা, শুধু সে সবচেয়ে সুন্দর ছেলেটিকে পাবে। যে সেরা সে চাকরি পাবে। এর ফলে আমরা একে অপরকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার এবং টেনে নামানোর চেষ্টা করি। এর বদলে আমরা কি এক মুহূর্তের জন্য নিজেদের ভালবাসতে পারি আর বলতে পারি, আমি একটি ছেলেকে খুশি করতে চাই বলে একটি পত্রিকার আমাকে বলার দরকার নেই কীভাবে ওজন কমাতে হবে বা না খেয়ে থাকতে হবে।’
প্রিয়ঙ্কা আরও বলেছেন, ‘মেয়েদের ক্ষমতা নিয়ে লোকজন সবসময়ই সন্দিহান। তাই মেয়েদের নিজেদের ভর্ৎসনা করা থামাতে হবে। পরেরবার যখন নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ হবে বা কেমন দেখতে লাগছে সেটা নিয়ে চিন্তা হবে, তখন নিজেদের কাজের কথা ভাবতে হবে। আমাদের নিয়ে সন্দেহ প্রকাশ করার অনেক লোক আছে। তাই আমাদের নিজেদের ভালবাসতে হবে। সৌন্দর্য নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে।’
মেয়েদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করা হয়, দাবি প্রিয়ঙ্কা চোপড়ার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2018 02:23 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -