নয়াদিল্লি: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (Indian Film Industry) অন্যতম উজ্জ্বল নাম যশ চোপড়া (Yash Chopra)। যাঁর হাত ধরে দর্শক পেয়েছেন একাধিক মন ভাল করা সিনেমা। এবার তাঁকে সম্মান জানাতে তৈরি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও তাঁর ব্যানার 'যশ রাজ ফিল্মস'কে (Yash Raj Films) উদযাপন করতে তাঁরা নিয়ে আসছে ডকু-সিরিজ। যার নাম 'দ্য রোম্যান্টিকস' (The Romantics)। 


যশ চোপড়াকে সম্মান জানিয়ে আসছে নতুন ডকু-সিরিজ


নেটফ্লিক্সের হাত ধরে তৈরি হচ্ছে নতুন ডকু-সিরিজ। নাম 'দ্য রোম্যান্টিকস'। পরিচালনায় স্মৃতি মুন্দ্রা। মুক্তি পাবে ১৪ ফেব্রুায়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে। যশ চোপড়া ওরফে 'রোম্যান্সের জনক'-এর প্রতি নেটফ্লিক্সের সম্মান প্রদর্শন এটি। 


এই প্রসঙ্গে নির্মাতাদের তরফে বলা হয়েছে, 'তারকা-খচিত, চার পর্বের ডকু-সিরিজটিতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৫ জন প্রথম সারির কণ্ঠ থাকবে এবং বলিউডের ইতিহাসে বিশ্বব্যাপী বলিউডকে একটি ঘরোয়া নাম করে তোলার ক্ষেত্রে YRF-এর প্রভাবের কথা তুলে ধরা হবে। আগামীকাল ১৯০টি দেশে এই ডকু-সিরিজের ট্রেলার রিলিজ করবে গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। বিশ্বের ৩২টিরও বেশি ভাষায় এই ট্রেলারের সাবটাইটেল থাকবে, বলিউডের বিশ্বজনীন খ্যাতি ও গত ৫০ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে যশ রাজ ফিল্মসের প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।'


 






যশ চোপড়ার অর্জনের কথা মাথায় রেখে নেটফ্লিক্সের তরফে বলা হয়, 'দ্য কিং অফ রোম্যান্স হিসাবে যাঁকে স্মরণ করা হয়, যশ চোপড়ার সিনেমাগুলি হিন্দি সিনেমায় আবেগ, ব্যক্তিত্ববাদ এবং সাংস্কৃতিক পরিবর্তনের একটি নতুন তরঙ্গ নিয়ে আসে এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রিকে আজকের দিনে পরিণত করতে সহায়তা করেছিল। সেই আইকনিক গান, গল্প ও নস্ট্যালজিয়াকে উদযাপন করতে দুই পাওয়ার হাউজ, যশ রাজ ফিল্মস ও স্মৃতি মুন্দ্রাকে একত্রিত করেছি 'দ্য রোম্যান্টিকস' বিশ্বের কাছে পৌঁছে দিতে। এই ডকুমেন্টারি সিরিজটি হল যশ চোপড়া এবং তাঁর ছেলে আদিত্য চোপড়ার একটি বিশ্বমানের স্টুডিও তৈরির যাত্রার বাস্তব এবং নির্দিষ্ট গল্প এবং আমাদের দর্শকদের বলিউড চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পরিবারের জীবনের একটি আভাস দেবে।'


আরও পড়ুন: Bengali Web Series: নতুন বইয়ে লুকনো অতীত ইতিহাস, আসছে নতুন ওয়েব সিরিজ


'ইন্ডিয়ান ম্যাচমেকিং' ও 'নেভার হ্যাভ আই এভার'-এর পর ফের একবার নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে চলেছেন স্মৃতি মুন্দ্রা। 


১৯৫৯ সালে 'ধূল কা ফুল' ছবির হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন যশ চোপড়া। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে চলা কর্মজীবনে তিনি 'সিলসিলা', 'লমহে', 'কভি কভি', 'চাঁদনি', 'দিল তো পাগল হ্যায়', 'বীর জারা', 'যব তক হ্যায় জান'-এর মতো আইকনিক ছবি তৈরি করেছেন। এই মুহূর্তে 'যশ রাজ ফিল্মস' তাদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান'-এর অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।