কলকাতা: এবার ওয়েব প্ল্যাটফর্মে মিনি সিরিজ নিয়ে আসছে ক্লিক। নাম 'কালো সাদা আবছা'। অভিনয়ে রয়েছেন, অম্লান মজুমদার (Amlan Majumdar), সুমেধা দত্ত (Sumedha Dutta), অনুজয় চট্টোপাধ্যায় (Anujay Chatterjee), সৌমেন দত্ত (Soumen Dutta), ঋষাণ (Rishan), রিয়া (Riya), আসিস সেন চৌধুরী (Ashin Sen Chowdhury), ঐশিন মজুমদার (Aishin Majumdar), সাগতম (Swagatam) এবং প্রদীপ মিত্র (Pradip Mitra)।                                                                                                                                                   


গল্পের ধারা কিছুটা এমন, একদিন গল্পের ৩ চরিত্র রক্তিম, সোহিনী, এবং অঙ্কিতা তিনজনের বাড়িতেই একই সময়ে কালো সাদা আবছা নামের একটা বই কুরিয়ারে আসে। বইয়ের লেখকের নাম দেবমাল্য সেনগুপ্ত। লেখক তিনজনকেই বইটা পড়ার অনুরোধ জানান এবং একটা ঠিকানাসহ লিখে পাঠান। বই ভাল লাগলে যেন সেখানে যোগাযোগ করা হয়।                                                             


কৌতুহলের বশে তিনজনেই গল্পগুলো পড়ে এবং চমকে ওঠে। গল্পগুলোর সাথে তিনজনের লুকিয়ে থাকা সত্য ঘটনা মিলে যায়। এরপর এক এক করে তিনটি গল্প পর্দায় ফুটে ওঠে। কে এই দেবমাল্য? এই সব ঘটনা সে জানল কিভাবে?                                             


আরও পড়ুন: Sunny Leone Injured: পা থেকে ঝরছে রক্ত, শ্যুটিং করতে গিয়ে আহত সানি লিওন


রহস্যের উদঘাটনের জন্য তিনজনেই বেরিয়ে পরে। কাকতলীয় ভাবে তিনজনই একই সময়ে উপস্থিত হয় ওই রহস্যময় বাড়িতে। শুরু হয় আরও এক আলো আঁধারির খেলা। গল্পে উঠে আসে আরও এক নতুন চরিত্র, সমরেশ লাহিড়ী। কে এই সমরেশ লাহিড়ী? কি সম্পর্ক তার এই কালো সাদা আবছার সঙ্গে? রহস্যের জট খুলবে গল্পের পরতে পরতে।                                                                     


চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন অম্লান মজুমদার। সিরিজের সিনেমাটোগ্রাফার অনির। সিরিজটি পরিচালনা করছেন সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায়। সিরিজটি পরিচালনা করছে স্কাইপ্যান কমিউনিকেশন।