নয়াদিল্লি: বক্স অফিসে ঝড় তুলেছে 'স্ত্রী ২' ('Stree 2' Box Office Collection)। হরর কমেডি (Horror Comedy) ঘরানার এই ছবি নতুন ঘরোয়া বক্স অফিসে বলিউড ছবিগুলির তৈরি রেকর্ড ভাঙার থেকে মাত্র এক কদম পিছনে। রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি এই মুহূর্তে।
'স্ত্রী ২' ছবির বক্স অফিস কালেকশন
পাঁচটি সোমবারের পর দেশীয় বক্স অফিসে 'স্ত্রী ২' ছবির মোট আয়ের পরিমাণ ৫৮৩.৩৫ কোটি টাকা। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব তাই বলছে। অমর কৌশিক পরিচালিত হরর কমেডি 'স্ত্রী ২' ছবিটি ২০১৮ সালের 'স্ত্রী' ছবির সিক্যুয়েল।
ভারতে সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি এখনও শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত, গত বছরে মুক্তি প্রাপ্ত 'জওয়ান' (Jawan)। বক্স অফিসে এই ছবি মোট ৬৪০.২৫ কোটি ব্যবসা করেছিল। তবে অ্যানালিস্টদের মতে শীঘ্রই সেই গণ্ডি পেরিয়ে যেতে পারে 'স্ত্রী ২'। ইতিমধ্যেই এই ছবি রণবীর কপূরের 'অ্যানিম্যাল'-এর ব্যবসাকে টপকে গিয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি ৫৫৩.৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল।
আরও পড়ুন: Munawar Faruqui: প্রাণনাশের হুমকি পেতেই দিল্লি ছাড়লেন মুনাওয়ার ফারুকি, চলছে তদন্ত
প্রসঙ্গত, এর আগে 'স্ত্রী' ছবিটিও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। তারই দ্বিতীয় ভাগেই দেখানো হয়েছে, চান্দেরি অঞ্চলের মানুষকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে 'সরকটে'। তার হাত থেকে রক্ষা পেতে আবারও চান্দেরির বাসিন্দারা 'স্ত্রী'য়ের শরণাপন্ন হয়। ছবিতে রয়েছে একাধিক চমক রয়েছে, দেখা মিলেছে অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া ও বরুণ ধবনের। বক্স অফিসে জোর টক্করের মুখে পড়তে হতে পারত 'স্ত্রী ২'কে। কারণ একইসঙ্গে মুক্তি পায় জন আব্রাহামের 'বেদা' ও অক্ষয় কুমারের 'খেল খেল মেঁ'। তবে 'স্ত্রী ২'-এর ব্যবসার কাছে ফ্যাকাশে হয়ে যায় বাকি দুই ছবির বক্স অফিস কালেকশন। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।