Stree 2 OTT Release: বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর অভিনীত 'স্ত্রী ২'। ৪২ দিন একটানা প্রেক্ষাগৃহে চলার পর বক্স অফিসে ৫৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি। দেশবাসীর (Stree 2) মন জয় করে নিয়েছে এই ছবি আর এই বিপুল উপার্জনের অঙ্কই তার প্রমাণ। এমনও দেখা গিয়েছে কেউ কেউ একাধিকবার প্রেক্ষাগৃহে (OTT Release) গিয়ে এই ছবি দেখেছেন। এবার বক্স অফিসে ঝড়ের পর ওটিটি দুনিয়ায় পা রাখল এই ছবি। কীভাবে, কোথায় দেখবেন ?
শুক্রবার ২৭ সেপ্টেম্বর থেকে ওটিটিতে দেখা যাচ্ছে এই ছবি। আমাজন প্রাইম ভিডিয়োতে এই ছবি দেখা যাবে ঘরে বসেই। তবে এখানে একটা চমক আছে। আমাজন প্রাইমে এই ছবি এখন ৩৪৯ টাকা ভাড়ার বিনিময়ে দেখা যাবে। এই টাকা দিয়ে ছবিটি রেন্টালে নিলে ৪৮ ঘণ্টা পর্যন্ত দেখার সুযোগ থাকবে এই ছবিটি। তবে জানা গিয়েছে আগামী ১১ অক্টোবর থেকে এই ছবিটি বিনামূল্যে একবার সাবস্ক্রিপশনেই দেখা যাবে বহুবার, ইচ্ছেমত সময়ে। আগ্রহীরা এতদিন অপেক্ষাও করতে পারেন, অথবা রেন্টালে দেখে নিতেও পারেন।
স্ত্রী ২ মুক্তি পাওয়ার পর দারুণ রেকর্ড গড়েছে। এই প্রথম কোনও হিন্দি ছবি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ৪২ দিন একটানা চলার পর এই ছবি মোট ৬০৭.০৭ কোটি টাকার ব্যবসা করেছে দেশে আর বিশ্বজুড়ে এই ছবির উপার্জন হয়েছে ৮৫১.০৩ কোটি টাকা। শাহরুখ খানের 'জওয়ান', সানি দেওলের 'গদর ২' এর আগে সবথেকে বেশি উপার্জনকারী হিন্দি ছবির খ্যাতি পেয়েছিল। কিন্তু 'স্ত্রী ২' সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে। মূলত সিঙ্গল স্ক্রিন থিয়েটারে অনেক কম পয়সার টিকিট রেখেও এত বিপুল আয়ের মাধ্যমে এই রেকর্ড সকলকে অবাক করেছে।
ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেতা রাজকুমার রাও জানিয়েছিলেন যে এই ছবিকে ঘিরে তাদের মনে একটা বিপুল আশা ছিলই, কিন্তু দর্শকদের থেকে এত ব্যবসা আসবে, এই অঙ্কটা আশাতীত ছিল। ছবিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূরের পাশাপাশি নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরাও। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'।