স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২: ইন্টারনেটে ঝড় তুললেন ছবির দুই নতুন মুখ অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া
ছবি ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে কেমন পারফর্ম করবেন তিনি, সেটাই দেখার।
২২ বছরের তারাকে বয়সের তুলনায় বেশি কনফিডেন্ট দেখায়
তারা শুধু অভিনয়ই করেন না। তিনি গায়িকা ও ভিজেও ছিলেন। তাঁকে পরবর্তী দিশা পটানি হিসেবেও বহুক্ষেত্রে উল্লেখ করা হয়ে থাকে।
এছাড়াও, তারা রীতিমতো চর্চার মধ্যে থাকেন। তাঁর কিছু হট ছবি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে।
তারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুজনের ছবি দেখলেই বোঝা যায়, তাঁরা ভীষণ একে অপরের কাছাকাছি।
বিনোদ মেহরার ছেলে রোহন মেহরার সঙ্গে সম্পর্ক রয়েছে তারার।
‘এন্টারনেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা’-তেও দেখা গিয়েছে তারাকে।
এখানে বলে রাখা প্রয়োজন, তারা সুতারিয়া বলিউড ইন্ডাস্ট্রির জন্য নতুন নন। এর আগে, ডিজনির কয়েকটি প্রকল্পে কাজ করেছেন তারা।
তবে, এখানে পৃথকভাবে উল্লেখ করতে হবে দ্বিতীয় নবাগতা, অর্থাৎ তারা সুতারিয়ার।
এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা।
প্রায়ই তাঁকে শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে দেখা যায়।
এদের মধ্যে একজনকে সকলেই চেনেন। তিনি হলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির ফার্স্ট লুক ইতিমধ্যেই জারি হয়েছে। ছবির পরিচালনা করছেন মণীষ মালহোত্রর ভাইপো পুনীত মালহোত্র। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে টাইগার শ্রফকে। তাঁর সঙ্গে দেখা যাবে দুই নবাগতাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -