কলকাতা: তাঁরা এলেন, উপহার দিলেন নতুন নতুন গান এবং গোটা বছরটা রয়েছে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও তাঁদের গান ভাইরাল হল, কখনও আবার এই দল জড়াল রাজনৈতিক বিতর্কে! সব মিলিয়ে, ১ বছরেই যেন অনেকটা পরিণত হয়ে উঠল, 'হুলিগানইজম' (Hooliganism)। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), শুভদীপ গুহ (Subhadeep Guha), দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya)-দের গানের দল। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'হুলিগানইজম'-এর নতুন গান 'বদলাবে গতিপথ'। গানটির কথা ও সুর শুভদীপের, গেয়েছেন ও তিনিই। নতুন গান থেকে শুরু করে, কেমন গেল এই ১টা বছর, ফিরে দেখলেন শুভদীপ।
'মেলার গান' আর 'পুজোর গান'-এর পরে, 'বদলাবে গতিপথ' গানটি বেশ অন্য স্বাদের। খুব সচেতনভাবেই কী এই গান মুক্তির সিদ্ধান্ত? শুভদীপ বলছেন, 'গানটি দীর্ঘদিন আগে তৈরি, মঞ্চস্থ ও হয়েছে। আসলে আমাদের পরিকল্পনা ছিল 'মেলার গান'-এর পরে প্রতি দেড় থেকে ২ মাস অন্তর একটা করে গান মুক্তি পাবে। সেইভাবে গান তৈরি ও ছিল। কিন্তু 'মেলার গান'-টা এত ভাইরাল হয়ে গেল যে তখন SVF থেকে বলা হল আর আমরাও বুঝলাম যে মেলার গানকে আরও একটু সময় দেওয়া উচিত। সেটা দিতে গিয়েই পর পর গান মুক্তিতে বেশ কিছুটা বিরতি হয়ে গেল। নতুন গান বের করতেই হত। শ্যুটিং ও হয়ে গিয়েছিল প্রায় ১ বছর আগেই। শুধু এটাই নয়, ৩-৪টে গান আমাদের একেবারে তৈরি হয়ে রয়েছে। এই গানটা আমাদের ক্রিসমাস গিফট।'
গান মুক্তি পেয়েছে মাত্র ১দিন, কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া কেমন? শুভদীপ বলছেন, 'খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। আসলে এই গানটা বেশ অন্যরকম। এতদিন অবধি 'হুলিগানইজম'-এ যেমন গান মানুষ শুনেছেন সেই জায়গা থেকে এই গানটা একেবারে আলাদা। আগামী দিনেও যে যে গানগুলি বেরবে, সেগুলো ও একেবারে আলাদা স্বাদের। একটা 'মেলার গান' বা পুজোর গান দিয়ে আমাদের বিশ্লেষণ করা যাবে না। এই গানটা আমাদের নিজস্ব চ্যানেল থেকে মুক্তি পেল। এর আগের ২টি গান SVF মিউজিক থেকে মুক্তি পেয়েছিল। এবার চ্যানেলটার ও পরিচিতি প্রয়োজন। এই গানটা দিয়েই শুরু হল, আগামী আরও অনেক গান 'হুলিগানইজম'-এর চ্যানেল থেকে মুক্তি পাবে। আর SVF মিউজিকের সঙ্গে অডিও কনট্র্যাক্টটা রয়েছে, সেটা ভবিষ্যতে দেখা যাবে।'
সদ্য বেশ কয়েকটি কনসার্টের পরে দর্শকদের মনে একটা অলিখিত ধারণা তৈরি হয়েছে যে, 'হুলিগানইজম' মানেই 'পলিটিক্যাল স্য়াটায়ার'। 'বদলাবে গতিপথ' সেই ধারণায় বদল আনবে? শুভদীপ বলছেন, 'আমার ধারণা তাই। তবে এই গানটি সরাসরি রাজনীতির কথা না বললেও ভীষণভাবে রাজনৈতিক চেতনা নিয়ে তৈরি। গানটিতে মানুষের রাজনীতির কথা বলা হয়েছে, বেঁচে থাকার কথা বলা হয়েছে.. অন্তত আমাদের তাই মনে হয়েছে। তবে গানটিতে যেহেতু কোনও সরাসরি রাজনীতির কথা নেই, তাই গানটিকে প্রেমের গান বা সমাজের প্রতিচ্ছবি হিসেবে ভাবাই যায়।'
একটু থেমে শুভদীপ বললেন, 'আসলে আমাদের বেঁচে থাকার কথা বললেই তো রাজনীতির কথা চলে আসে। এটা তো স্বাভাবিক। ওইটুকু রাজনীতিতে তো আমরা থাকবই। আমরা নিজেদের কথা দিয়েছি সেটা। সময়কে নিয়ে গান গাইব। সেখানে প্রেম-ভালবাসা যেমন থাকবে.. যে বিষয়েই গান হোক না কেন, সেটা এই সময়টার ওপর দাঁড়িয়েই হবে।' শুভদীপ আরও বলছেন, 'দলটার বয়স ১ বছর হলেও, আমাদের পরিকল্পনা অনেকদিনের.. ২০২৩ সাল থেকে হয়তো। তারপরে ১ দেড় বছর মাথা নিচু করে রিহার্সাল আর গান বানানো, তারপরে গত বছর ২১ ডিসেম্বর প্রথম একটি শো দিয়ে আত্মপ্রকাশ করেছিলাম।'
পায়ে পায়ে একটা বছর পেরিয়ে এল 'হুলিগানইজম'.. দলটা কতটা পরিণত হল? শুভদীপ বলছেন, 'ফিরে দেখলে মনে হয়, প্রথম বছর যথেষ্ট ঘটনাবহুল.. 'হুলিগানইজম' যে গানগুলো গাইবে বলে এসেছিল, সেগুলোই করেছে। আমাদের তো একটা বয়স হয়েছে। এই ধরণের গান গাওয়ার পরিণতি কী কী হতে পারে.. সেই ধারণাও আমাদের ছিল। এমন নয় কোনও কিছুতে আমরা ভীষণ অবাক হয়েছি, ভেঙে পড়েছি। যা প্রত্যাশা করেছিলাম তারই কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের যে কথাগুলো বলার ছিল, সেগুলোই বলেছি। কাজের প্রতি আমরা সৎ। প্রথম বছরেই আমরা বেশ কয়েকটা শো করে ফেললাম, একটা আমেরিকা ট্য়ুর করে ফেললাম। ভিডিও সহ ৩টে গান বেরিয়ে গেল.. এগুলোই তো কত মানুষ করে উঠতে পারেন না। আমরা বুঝতে পারি, বিষয়টা এত সহজ নয়। প্রথম দিকটা SVF মিউজিক যেভাবে আমাদের সঙ্গে থেকেছে, তাতে আমরা ভাগ্যবান। এছাড়াও এই দলটার সঙ্গে অনির্বাণ যুক্ত, আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে এসে কাজ করেছি, সেই কারণেই হয়তো আমাদের ওপর নজর আরও বেশি। আমরা প্রথম থেকেই অন্যরকমের ভিডিওর কথা ভেবেছি। 'মেলার গান', 'পূজার গান' আর 'বদলাবে গতিপথ' এগুলো শুধু গান নয়.. ভিডিওর মধ্যেও একটা গল্প বলা রয়েছে। সব মিলিয়ে খুব ভাল একটা বছর, আগামীদিনে হয়তো আরও নতুন কিছু হবে।'