কলকাতা: বছর শেষের রাত। নীল নিয়নের আলো, অসংখ্য মানুষের ভিড়। তবু তার মধ্যেই প্রেমের স্বর্গ তৈরি করলেন দুজনে। নীল আলোর মায়ায় ঠোঁটের নেশায় ডুবে গেলেন দুজনেই। আর সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই ট্রোলের বন্যা। নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দুই তারকা। রাজ এবং শুভশ্রী (Subhashree Ganguly)। স্বামী রাজের (Raj Chakraborty) সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনতেই তুমুল ট্রোলড হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 


নিউ ইয়ার্স ইভের (New Year Celebration) আবহ। আর বছর শেষের সেই রাতে উৎসবে মেতে উঠেছিলেন টলিপাড়ার চর্চিত জুটি রাজ-শুভশ্রী। একমাস আগে দ্বিতীয়বার মা হয়েছেন নায়িকা, কিন্তু তার পরেও রাজ-শুভশ্রীর ‘উই টাইম’-এ ভাটা পড়েনি। ২০২৪-কে বরণ করে নিয়ে রাতপার্টিতে মজে উঠেছিলেন নতুন বাবা-মা। মাঠভর্তি লোকের সামনেই শুভশ্রীর ঠোঁটের গভীরে পাড়ি দিয়েছিলেন রাজ চক্রবর্তী।


তাঁদের লিপলক-এর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) ক্যাপশনে লিখেছিলেন, 'হ্যাপি নিউ ইয়ার'। মিনি স্কার্ট, টপ, কালো লেদারের জ্যাকেট আর সঙ্গে পায়ে মানানসই স্নিকার্সে অন্যরকম লাগছিল শুভশ্রীকে। রাজও (Raj Chakraborty) পোশাকে কম যাননি। ফরম্যাল প্যান্ট আর ব্লেজারে তিনিও যেন তাঁর দৃশ্যের একমাত্র নায়ক।  



এই ছবিটি পোস্ট (Instagram Post) করতেই নেটিজেনরা যেন মূল্যবোধের পসরা সাজিয়ে নিয়ে বসে। অনেকেই পোস্টের কমেন্টে লেখেন, ‘সারাক্ষণ নিজেদের হ্যাপি কাপল প্রমাণের চেষ্টা’। অনেকে আবার পরামর্শ দিয়েছেন, বাড়ির অন্দরে চুমু খেতে। বেশিরভাগ জনই ‘তৃতীয় সন্তান’ নিয়ে অকারণ আক্রমণ শানালেন দম্পতিকে। একজন লেখেন, ‘তিন নম্বর সন্তানের প্রস্তুতি নাকি?’ অনেকে আবার প্রকাশ্যে চুমু খাওয়াকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধ আচরণ বলেও তোপ দাগেন। কেউ আবার বিধায়কের এমন আচরণকে ‘অভব্য’ তকমা দেন।   


২০২৩ রাজ-শুভশ্রী দুজনের জন্যই স্মরণীয় বছর। কারণ এই বছরেই তিন থেকে চার হয়েছেন তাঁরা। গত ৩০ নভেম্বর কন্যা সন্তান ইয়ালিনির জন্ম দেন শুভশ্রী। এখনও মেয়ের মুখ কাউকেই দেখাননি অভিনেত্রী। তাঁর অপেক্ষায় দিন গুনছেন ফ্যানেরা । নতুন বছরে ভক্তদের সেই আশা পূরণ করবেন রাজশ্রী, আশাবাদী তারা। ২০২৩ সালেই মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওটিটি কনটেন্ট-‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই সিরিজের জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। নতুন বছরেও ফের পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভশ্রী। তবে এই সিরিজের কোনও সিকোয়েল আসবে না, স্পষ্ট করেছেন নায়িকা।


আরও পড়ুন: Ankush Hazra: একী হাল অঙ্কুশের ! আহত পা নিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তা