কলকাতা: পাশাপাশি, ৯ বছর পরে। দেব (Dev) শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)-কে যেন মিলিয়ে দিল 'ধূমকেতু' (Dhumketu)। আগামী ছবির প্রচারে এক মঞ্চে ধরা দিলেন দুই তারকা। আর সেখানে, প্রশ্ন উত্তরের খেলায় যেন একে অপরকে সেয়ানে সেয়ানে টক্কর দিলেন দেব আর শুভশ্রী। একে অপরের প্রশংসা যেমন করলেন, তুলে ধরলেন একে অপরকে দর্শকদের সামনে তেমনই একে অপরকে চোখা চোখা উত্তর দিতেও ছাড়লেন না।
এদিনের শো-এ সঞ্চালক রোহন দেব আর শুভশ্রীকে প্রশ্ন করেন, দেবের যদি বায়োপিক হয়, তাহলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে অভিনয় করবেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভশ্রীর মুখ উজ্জ্বল। যেন এই প্রশ্নের কোনও অর্থই নেই। তিনি বলেই ফেললেন, 'এই প্রশ্নের কোনও মানে হয়? অবশ্যই আমি করব।' এখানেই থামলেন না শুভশ্রী, বললেন, 'রোহন, তুই আমার একটা অপশন খুঁজে বের করতে পারবি? আর তুই তো ছাড়, ওকে জিজ্ঞাসা কর (দেব), ও আমার আরেকটা অপশন খুঁজে বের করতে পারবে?' শুভশ্রীর কথা শুনে, দেবের মুখের লাজুক হাসি নজর এড়াল না কারোও।
পরের প্রশ্নই আসে, দেবের ভূমিকায় কে অভিনয় করবেন? এই প্রশ্ন শুনে একটু চিন্তায় পড়েন দেব, ভাবতে বসেন। দর্শকাসন থেকে তখন চিৎকার, দেবের ভূমিকায় দেবকে অভিনয় করতেই হবে। প্রথমেই দেব বলে ওঠেন, 'এটা কি ব্যক্তিগত প্রশ্ন ছিল'? রোহনকে উত্তর দেওয়া সুযোগ না দিয়েই শুভশ্রী বলেন, 'একেবারেই না। তোমার বায়োপিক হচ্ছে দেব..'। এরপরে ফের চিন্তায় পড়েন দেব। তারপরে ভেবেচিন্তে উত্তর দেন, 'একজন নতুন নায়ককে লঞ্চ করব।' এতে মোটেই খুশি হয় না দর্শকাসন। শুভশ্রী বলেন, 'দেব এখন প্রযোজক হয়ে গিয়েছে। ও এখন ভাবছে, কাকে লঞ্চ করা যায়।' কিন্তু দর্শকদের চিৎকারে, শেষমেষ দেব বলেন, 'আচ্ছা আমিই করে দেব।'
এদিন মঞ্চে সঞ্চালক রোহন দেব-কে প্রশ্ন করেন যে, এতদিন পরে দেখা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথম দেখা হওয়ার পরে, 'ধূমকেতু'-র নায়িকাকে কী বলেছেন দেব? উত্তরে দেব বলেন, তিনি শুভশ্রীর দেওয়া সমস্ত সাক্ষাৎকারগুলোই দেখেছেন। 'ধূমকেতু' বা দেবকে নিয়ে প্রশ্ন আসলেই, শুভশ্রী নাকি গম্ভীর হয়ে যাচ্ছিলেন। দেবের মতে, শুভশ্রীর নাকি একটু হাসা উচিত ছিল। এর উত্তরে শুভশ্রী দর্শকদের প্রশ্ন করেন, 'শুভশ্রী মানে কি?' দর্শকেরা সমবেত কন্ঠে উত্তর দেন, 'হাসি'। কথাটি বেশ কয়েক বার বলেন দর্শক, কিন্তু দেব সেই কথা বুঝতে পারেন না। তারপরে বলেন, ' শুভশ্রী মানে হাসি বলল? আমি ভাবলাম, অন্য কোনও ছেলের নাম বলছে কি?' এতে হেসে ওঠেন সবাই। হেসে ফেলেন শুভশ্রীও। এরপরে দেব বলেন, 'আরে, আমি মজা করছিলাম। ১০ বছরে দেব বদলায়নি।' এরপরে শুভশ্রী বলেন, 'আমি হাসছিলাম, তুমি বোধহয় দেখতে পাওনি।' এরপরে দেব বলেন, 'তুমি কি এতটা সিরিয়াসলি খেলবে?'