Job News: রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন ? আগ্রহীদের জন্য দুরন্ত সুযোগ দিচ্ছে পূর্ব রেলওয়ে। ২০২৫ সালের জন্য এই সংস্থা শিক্ষানবিশ নিয়োগ (Railway Jobs) করতে চলেছে। কয়েক হাজার পদে শিক্ষানবিশ নিয়োগ হবে পূর্ব রেলওয়েতে। এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন সংশ্লিষ্ট ট্রেডে শিক্ষানবিশ (Job News) হিসেবে নির্বাচিত করা হবে।
পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট ৩১১৫টি পদে করা হবে এই নিয়োগ। মূলত বিভিন্ন ওয়ার্কশপ, ও বিভাগের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে হাওড়া, শিয়ালদা, মালদা, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া, জামালপুরের মত এলাকা।
কী যোগ্যতা লাগবে
এই পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের কমপক্ষে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর সার্টিফিকেট কোনও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে হতে হবে।
বয়সসীমা কত হতে হবে
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়ের সুযোগ মিলবে।
শিক্ষানবিশ পদের জন্য কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। নির্বাচন হবে সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে। প্রার্থীর দশম শ্রেণি ও আইটিআইতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে। সমান নম্বর প্রাপ্ত প্রার্থীদের মধ্যে বয়সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে। আর এই ক্ষেত্রে বয়স্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন তারা সরকার কর্তৃক নির্ধারিত স্টাইপেন্ডও পাবেন। প্রশিক্ষণ শেষ করার পরে প্রার্থীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন যা তাদের আগামীতে চাকরি পাওয়ার জন্য সহায়ক হতে পারে।
সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা আর মহিলা ও অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য কোনও টাকা দিতে হবে না। আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হবে এই আবেদনের প্রক্রিয়া। ১৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত করা যাবে আবেদন।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI