কলকাতা: আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। দিন কয়েক আগেই তিন বছর পূর্ণ করেছে তাঁর ছেলে ইউভান (Yuvaan)। এবার সে দাদা হওয়ার অপেক্ষায়। ঠিকই ধরেছেন কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে জিমে (gym) ঘাম ঝরাচ্ছেন তিনি। সেই ভিডিও দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের?


শরীরচর্চায় মগ্ন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, 'কটাক্ষ' অনুরাগীদের


শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যায় তিনি জিমে ঘাম ঝরাচ্ছেন। ক্যাপশনে লিখলেন, 'কোনও অজুহাত নয়! ৮ মাসের প্রেগন্যান্ট। উপভোগ করছি। ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য।' দর্শনা বণিক তাঁর পোস্টে কমেন্ট করেন 'অনুপ্রেরণা'। 


তবে অভিনেত্রীর এই ভিডিও দেখে তা খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে এই অবস্থায় তাঁর 'ওয়ার্কআউট' করা উচিত হয়নি একেবারেই। একজন লেখেন, 'অন্তঃসত্ত্বা অবস্থায় জিম?' আবার একজন লিখলেন, 'কী দরকার? স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করলেও তো হতো, উফ আপনাদের এই অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল দেখলে ভয় লাগে।' আবার কেউ লিখলেন, 'দয়া করে করবেন না। ডেলিভারির পর, কয়েক মাস কাটিয়ে ফের রুটিন শুরু করুন।' একজন অনুরাগী লেখেন, 'ডেলিভারি হওয়ার পর এক্সারসাইজ করাটাই তো ভাল। তার ওপর এখন ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা যায় না। এখন মানসিক ও শারীরিকভাবে স্বাস্থ্যকর থাকাটা জরুরি।' তবে অনেক কটাক্ষের মাঝেও একাধিক অনুরাগীই তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেরই মতে, শুভশ্রী অনুপ্রেরণা। 


 






আরও পড়ুন: Bagha Bagha Hey: নতুন প্রজন্মের হাত ধরে বাঘা যতীনের সঙ্গে পরিচয়, প্রকাশ্যে 'বাঘা বাঘা হে' গান


প্রসঙ্গত, গত ২৭ জুন, সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন। ২০২০ সালে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। কিছুদিন আগেই সাধভক্ষণ অনুষ্ঠানেরও ছবি পোস্ট করেন তিনি। প্রেগন্যান্সি সময়কাল যে অভিনেত্রী পুরোপুরি উপভোগ করছেন তা বলাই বাহুল্য। সঙ্গে অবশ্যই রয়েছেন তাঁর পরিবারের লোকজন। অনুরাগী মহল থেকে ইন্ডাস্ট্রি, এখন সকলেই সুখবরের অপেক্ষায় রয়েছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial