কলকাতা: বিদ্যালয়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন। এই বিশেষ দিনের উদযাপনে সামিল একদল কচিকাঁচা। তাদের হাত ধরেই মঞ্চে উঠে এল ভারতা মায়ের বীর সন্তান যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jatindranath Mukhopadhyay) বীরগাঁথা। তৈরি হল নতুন গান 'বাঘা বাঘা হে' (Bagha Bagha Hey)। প্রকাশ্যে এল 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির নতুন গান।
'বাঘা যতীন' ছবির নতুন গান প্রকাশ্যে
এবার পুজোয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায় বড়পর্দায় অবতীর্ণ হবেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব (Dev)। পরাধীন ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে বাঘা যতীনের সংগ্রামের গল্প আসবে প্রকাশ্যে। এদিন মুক্তি পেল একদল কচিকাঁচাদের নিয়ে আধুনিক যুগের প্রেক্ষাপটে তৈরি গান 'বাঘা বাঘা হে'। গানের ছত্রে ছত্রে প্রকাশ পেল বাঘা যতীনের ত্যাগ, সাহসিকতা, অধিনায়কত্বের কথা।
এই গানে কণ্ঠ দিয়েছে একদল খুদে। তাদের মধ্যে ছিলেন ৭ বছরের দৃষ্টিশক্তি হীন খুদে রিবিতা চট্টোপাধ্যায়। গান মুক্তির আগে, গায়ক-গায়িকাদের নিয়ে একটি ছোট্ট ভিডিও প্রকাশ্যে আসে। সেখানেই স্পষ্ট করা হয়, 'বাঘা যতীনকে জানুক নতুন প্রজন্ম'। এই বার্তা দিয়েই শুরু গানের প্রচার। শনিবার শহরের এক স্কুলে এই গান রিলিজ হয়। এদিন সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করে লেখা হয়, 'বাঘা বাঘা হে গানের সঙ্গে দেশপ্রেমের চেতনা উচ্চতর হোক।'
এই ছবির সমস্ত গান প্রকাশের ক্ষেত্রেই নতুন নতুন পথ অবলম্বন করেছেন নির্মাতারা। কিছুদিন আগেই মুক্তি পায় প্রথম গান। পাঁচতারা হোটেল বা শপিং মলের শীতলতায় নয়, শহর কলকাতার রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে লঞ্চ করা হয় 'বাঘা যতীন' ছবির প্রথম গান। ছবির প্রথম প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবির গোটা টিম। গানের নাম 'এই দেশ আমার'।
'এই দেশ আমার' গানটি শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ শাসনের বেড়াজাল থেকে দেশকে স্বাধীন করানোর পিছনে কত সংগ্রামীর অক্লান্ত পরিশ্রম ছিল তা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি। তারই ঝলক চাক্ষুষ করা যাবে এই ছবির হাত ধরে। পুলিশের নজর থেকে বাঁচতে একাধিক ছদ্মবেশে থাকা, নিজের বাড়ি থেকে দূরে লুকিয়ে থাকা, লড়াইয়ের জন্য যুবক-যুবতীদের তৈরি করা, বিভিন্ন মুহূর্তের ঝলক মিলেছে ওই গানে। ছবিতে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে সৃজা দত্তকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন