মায়ের কোলে চড়ে দুর্গা প্রতিমা চিনছে ইউভান, ভিডিও শেয়ার করলেন রাজ

কোলে ছোট্ট ইউভান, আর তাকে দুর্গা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও শেয়ার করলেন বাবা রাজ।

Continues below advertisement

কলকাতা: কোলে ছোট্ট ইউভান, আর তাকে দুর্গা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও শেয়ার করলেন বাবা রাজ।

Continues below advertisement

পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'

সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন রাজশ্রী জুটি। সম্প্রতি ছোট্ট ইউভান ও স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে মলদ্বীপে পাড়ি দিয়েছিলেন রাজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছিলেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই রোদমাখা ছবি আপলোড করতেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় পরিবারকে নিয়ে সময় কাটানোর ছবি। কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছিলেন রাজ। একদিকে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে। সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।

কখনও নীল সমুদ্রের ধারে অবাক ইউভান, আবার কখনও মায়ের সঙ্গে মিরর সিলফি, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মলদ্বীপের ছবিতে। সুন্দর কটেজে ইউভানের ছবি নিয়ে অনুরাগীদের শুপ্রভাত জানিয়েছিলেন শুভশ্রী। অনুরাগীরাও তাঁদের ভ্রমণের ছবিতে উপচে দিয়েছেন ভালোবাসা। 

এর আগে বাড়ির পুজোর ছবি ও মুহূর্ত ভাগ করে নিয়েছেন শুভশ্রী। ঢাক ও বিভিন্ন আনন্দের ছোট ছোট মুহূর্তের ছবির কোলাজ ভেসে উঠেছে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। আর আজ হলুদ পাঞ্জাবিতে ছোট্ট ইউভানের ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। তাঁর পিছনে দেখা যাচ্ছে সাবেক প্রতিমা।

Continues below advertisement
Sponsored Links by Taboola