কলকাতা: 'BLA-দের শুনানিকেন্দ্রে থাকতে দিতে হবে', এই দাবিতে রাজ্যের জুড়ে  তৃণমূল কর্মীদের বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে।  এরই মাঝে চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দেন TMC বিধায়ক অসিত মজুমদার ! নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'কোনওভাবেই শুনানিতে হাজির থাকতে পারবেন না BLA 2-রা। নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে।' এহেন পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। CEO দফতরে রয়েছেন শশী পাঁজা, পার্থ ভৌমিক-সহ তৃণমূলের ৫ নেতৃত্ব। এদিন সাংবাদিক পার্থ ভৌমিক বলেন,' বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে।'

Continues below advertisement

সাংবাদিক সম্মেলনে পার্থ ভৌমিক বলেন, কেন তাঁকে ফর্ম ৬ ভরতে হবে, কেন তিনি আরেকটা শুনানির তারিখ পাবে না ? এটা ছিল আমাদের মূল দাবি।  আর যেটা সিইও সাহেবই অর্ডার করেছিলেন যে, ২০০২ সালে যাদের নাম আছে, তাঁদের আর শুনানিতে আসতে হবে না। বিভিন্ন জায়গায় দেখছি, আজকের দিনে, তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। তাহলে কমিশনের সিইও-র যে অর্ডার সেটাও ভায়োলেট হচ্ছে।  উনি বলেছেন, উনি আজকের মধ্যে ব্যবস্থা নেবেন। উনি আমাদের কথা দিয়েছেন, যে যে ডিসক্রিপ্যান্সি আছে, সেই তালিকা প্রকাশ করার বিষয়ে, দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন, BLA-2 এর বিষয়েও যদি স্পেসিফিক কোনও অর্ডার থাকে, সেটা জানাবেন। আমরাও বলে দিয়েছি, আমাদের বিএলএ-২-দের গণতান্ত্রিক অধিকার আছে, ওই হেয়ারিং সেন্টারে বসার।'

প্রশ্ন: এই যে বিএলএ ২ এর বিক্ষোভ হচ্ছে, তার জন্য চুচূড়া, পশ্চিম মেদিনীপুর এবং ধনেখালি, তিনটে জায়গায়, বন্ধ হয়ে গেল হেয়ারিং ..

Continues below advertisement

পার্থ ভৌমিক : নানা তারিখ দিতে হবে নির্বাচন কমিশনকে, বিএলএ-২ থাকবে, মানুষকে সহায়তা করবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিস করতে হবে অফিশিয়ালি। আপনি অর্ডার করুন অফিশিয়ালি। দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে, কোর্টে যাব। কিন্তু আপনি অর্ডার করবেন না, আর আমার বিএলও ২ কে অ্যালাউ করবেন না, দুটো একসঙ্গে হবে না। 

প্রশ্ন: শুনানির সময় বাড়াতে বলবেন ?

পার্থ ভৌমিক : নানা, আমরা তো ওটা বলছি না। আমরা আমাদের অধিকারের কথা বলছি। 

প্রশ্ন: তৃণমূল বিধায়ক অসিত মজুমদার যে শুনানি বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন , ঠিক হয়েছে ?

পার্থ ভৌমিক : ১০০ বার গণতান্ত্রিক অধিকার-রক্ষার জন্য, অসিত মজুমদার গিয়েছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা তো দেখাতে পারছেন না,  অর্ডার, যে বিএলএ-২ ঢুকতে পারবে না। 

বিক্ষোভের ইস্যুতে, পার্থ ভৌমিক আরও বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন। তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে। যদি কারোর মাথা গরম হয়ে, উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সঙ্গে, আমাদের দলে নেতারা কথা বলবেন। কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে।