Yuvaan: 'গায়ক' ইউভানের কণ্ঠে 'পুজোর গন্ধ' সোশ্যাল মিডিয়া জুড়ে, শুভশ্রীর পোস্ট ভাইরাল

Subhashree Ganguly: বিছানায় বসে খুদে ইউভান। বছর তিনেকের খুদের কথা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি কিন্তু পুজোর মুখে মুখস্থ 'আয় রে ছুটে আয়' গানটি। শিশুর মুখে এই গান শুনতে কার না ভাল লাগে!

Continues below advertisement

কলকাতা: 'আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে...', একরত্তি ইউভানের (Yuvaan) কণ্ঠে, আধো আধো বোলে মন কাড়বে পুজোর এই গান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করেন খুদের মা, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly Post)। 

Continues below advertisement

ইউভানের পুজোর 'অ্যালবাম', ভিডিও সৌজন্যে শুভশ্রী

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিও চলতে শুরু করলেই মন ভরবে দর্শকের। 

বিছানায় বসে খুদে ইউভান। বছর তিনেকের খুদের কথা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি কিন্তু পুজোর মুখে মুখস্থ 'আয় রে ছুটে আয়' গানটি। শিশুর মুখে এই গান শুনতে কার না ভাল লাগে! প্রত্যেকটা পংক্তি একেবারে হুবহু নিজের সাধ্যমতো উচ্চারণে গেয়ে চলেছে খুদে। আর সেটি ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী নিজেই। ছেলে গানের লাইন ভুলে যেতে একবার ধরিয়েও দিলেন। খেলার ছলে ইউভানের গান গাওয়ার ভিডিও এখন ভাইরাল। ক্যাপশনে লেখেন, 'আমাদের পুজোর অ্যালবাম। গায়ক ইউভান'। অভিনেত্রীর পোস্টের কমেন্ট ভরেছে ভালবাসায়। কেউ বলছেন, 'কী মিষ্টি', আবার কেউ কেউ লিখলেন, 'কত বড় হয়ে গেল'। 

 

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই দেখা যায় যে তিনি প্রায়ই ছেলের নানা কীর্তির ভিডিও পোস্ট করে থাকেন। সেটা পোষ্যের সঙ্গে খুনসুটিই হোক বা ছড়া মুখস্থ বলা বা পড়া বলা। ইউভানের নানা ঘটনার সঙ্গে দর্শক পরিচিত হন শুভশ্রীর পোস্টের মাধ্যমে। দেখতে দেখতে ইউভান বড়ও হয়ে উঠছে, সেই মুহূর্তও দর্শক মিস করেন না। 

অন্যদিকে, আর বেশিদিন নয়, শীঘ্রই দাদা হতে চলেছে ইউভান। তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী কিছুদিন আগেই ঘোষণা করেন তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। পোস্টে লিখেছিলেন, ইউভানের 'প্রোমোশন' হয়েছে। গোটা পরিবার এখন নতুন সদস্যের আগমনের অপেক্ষায়। সম্প্রতি অভিনেত্রীর সাধভক্ষণের অনুষ্ঠান হয়। 

আরও পড়ুন: Anirban Bhattacharya Birthday: ৩৭ পূর্ণ করলেন অনির্বাণ, জন্মদিনেও ব্যস্ত শ্যুটিংয়ে

গত ১২ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ করল ইউভান। বার্থডে সেলিব্রেশনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, 'হ্যাপি ইউভান ডে'। থিমের জন্মদিনের পার্টিতে 'ব্যাটম্যান' সেজেছিল তারকা খুদে। কালো পোশাকে সেজেছিলেন রাজ ও শুভশ্রীও। খুদেকে শুভেচ্ছাবার্তা ভাসান ইন্ডাস্ট্রির অনেকেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola