সুজিত মণ্ডল, নদিয়া : নদিয়ার ( Nadia ) শান্তিপুরে ( Shantipur ) গভীর রাতে চলল গুলি। দু’ দফায় বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা তোলা আদায়, তৃতীয়বার আরও ১০ হাজার টাকা তোলা দাবি, দিতে অস্বীকার করায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে।


শুক্রবার রাতের ঘটনা। রাত ২টো নাগাদ শান্তিপুরের চৌধুরী বের লেনে এই ঘটনা ঘটে। কাপড়ের ব্যবসায়ী কেনারাম রক্ষিতের অভিযোগ, ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী তার কাছে ১০ হাজার টাকা তোলা চায়। এর আগেও ভয় দেখিয়ে পাঁচ হাজার করে দু’বার তোলা আদায় করেছে। নতুন করে তোলা চাইতে গেলে ব্যবসায়ী দিতে অস্বীকার করেন। সেই কারণে শুক্রবার গভীর রাতে জনা সাতেকের দুষ্কৃতীদল ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ইট দিয়ে জানালার কাচ ভাঙচুর করে। বাধা দিতে গেলে ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে। বেগতিক বুঝে প্রাণভয়ে পালিয়ে যান ব্যবসায়ী।  অভিযোগ, স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করা হয়।


ব্যবসায়ীর অভিযোগ, তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয়।  চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পালানোর সময় রাস্তায় দু’রাউন্ড গুলি করে বলে অভিযোগ। রাতে খবর পেয়ে ব্যবসায়ীর বাড়িতে শান্তিপুর থানার পুলিশ যায়। সকালে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।


পালানোর সময় দুর্বৃত্তরা ২০০টি শাড়ি ও ব্যবসায়ীর স্ত্রীর সোনার হার নিয়ে চম্পট দেয়। রাস্তা ফাঁকা করতে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।  ব্যবসায়ীর দাবি, ভয় পেয়ে এর আগে দু’-দু’বার তোলাবাজদের দাবি মিটিয়েছেন। এবার রাজি না হওয়ায় গুলি চালিয়েছে তারা। ঘটনার পর এলাকায় থমথমে ভাব। টাকা না পেয়ে যে এভাবে মরিয়া হয়ে উঠতে পারে তারা , ভাবেননি ব্যবসায়ী। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আতঙ্কে ব্যবসায়ীর স্ত্রী শ্যামলী রক্ষিত। এখনও কাটিয়ে উঠতে পারছেন না ঘোর। সেই সঙ্গে রয়েছে সোনার গয়না হারানোর শোক।  

আরও পড়ুন : 


সিকিমে হড়পা বানে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ ফিরল কালচিনির বাড়িতে ! গান স্যালুটে শেষ শ্রদ্ধা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ