কলকাতা: একরত্তি ইউভানের গায়ে ভারি শীত পোশাক, মাথায় টুপি। কই, কলকাতায় এত ঠাণ্ডা তো পড়েনি। তাহলে? পরের স্টেটাসেই ভেসে ওঠে কুয়াশা ঘেরা পাহাড়ের ছবি। মলদ্বীপের সমুদ্রের পর এবার পাহাড়ে পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শীতের শুরুতে ঠাণ্ডার আমেজ মেখে পাহাড়ে সময় কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় এই জুটি।
আজ সকাল থেকেই ইনস্টাগ্রাম স্টেটাসে পাহাড়ের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। তবে তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়নি রাজ বা শুভশ্রীকে। কেবল শীত পোশাক পরা ইউভানের ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা গিয়েছে, পাহাড়ের প্রেক্ষাপটে বসে আরামে পা দোলাচ্ছে ইউভান। তার মাথায় সাদা টুপি, গায়ে উইন্ডচিটার। এরপর রাতে নিজের ও রাজের ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।
একরত্তিকে যেন এক মূহুর্তের জন্যও চোখের আড়াল করতে চান না শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ছোট ছোট মজার মুহূর্ত। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, গম্ভীর মুখে পেরাম্বুলেটারে বসে আছে ইউভান। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে, দিব্যি লাফাচ্ছে ইউভান। এরপর আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল বড় খাতাকে উল্টে পাল্টে পড়ার চেষ্টা করছে ইউভান।
সদ্য দুর্গাপুজো গিয়েছে। দিদি দেবশ্রীর বাড়ির পুজোয় সপরিবারে হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানকে কোলে নিয়ে প্রতিমা চিনিয়েছেন, ঢাক বাজিয়েছেন, নাচও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন টুকরো টুকরো ছবি।
পুজোর সপ্তমীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা গিয়েছে, ঠাকুরের বেদিতে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বসে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশানে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'