কলকাতা: রূপটানের যাদুতে চেনা মানুষও অচেনা। বড়পর্দায় এই গল্প নতুন নয়। আর সেই সমস্ত উদাহরণই ফের একবার মনে পড়ে যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র নতুন ওয়েব সিরিজের লুক দেখে। হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে (Web Platform) -এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel)। এখানেই মুখ্য অর্থাৎ ইন্দুবালার ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। 


কল্লোল লাহিড়ির কাহিনী অবলম্বনে 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী। প্রথম পোস্টারেই তাঁর লুক নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল। আর আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল শুভশ্রীর ইন্দুবালা হয়ে ওঠার সফর। ৩০-এর কোঠায় যে নায়িকার বয়স, তাকে একজন ৭৫ বছরের বৃদ্ধা সাজানো নেহাৎ সহজ ছিল না।                                                               


টলিউডে এই ধরনের মেকআপকের জন্য সাহায্য নেওয়া হয় প্রস্থেটিকের। আর বাংলা ইন্ডাস্ট্রিতে এই রূপটান একমাত্র জানেন সোমনাথ কুণ্ডু। প্রস্থেটিক মেকআপের প্রয়োজন হলেই তাঁর ডাক পড়ে। এই প্রথম নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসু করে তোলা বা গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী, এসবের পিছনেই রয়েছে সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। 


আরও পড়ুন: Shahid Kapoor: পর্দায় চলছে 'জব উই মেট', হঠাৎ প্রেক্ষাগৃহে এলেন খোদ শাহিদ কপূর, তারপর?


আজকের ভিডিওতেও শুভশ্রীকে বলতে শোনা গেল, বাংলায় এই ম্যাজিক করতে পারেন কেবল সোমনাথ কুণ্ডুই। কেবল মুখ নয়, প্রস্থেটিকের যাদুতে বদলে গেল শুভশ্রীর পেলব হাত পা, তাতে এল বয়সের ছাপ। চামড়া গেল কুঁচকে। নিপুণ হাতে সোমনাথ ফুটিয়ে তুললেন সেই সমস্ত। আর শুভশ্রীর এই লুক প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঢালাও প্রশংসা করেছিলেন সবাই। আর এখন সবাই মুখিয়ে রয়েছেন সিরিজ মুক্তির জন্য।


ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা গেল, মেকআপই তাঁর ভিতরে ইন্দুবালাকে রোপন করে দিয়েছিল। আলাদা করে যেন অভিনয়ই করতে হয়নি। সোমনাথকেও বলতে শোনা গেল তাঁর অভিজ্ঞতা, অনুভূতির কথা।