কলকাতা: মেয়ের প্রথম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে এনেছেন মেয়ের জন্মের সমস্ত ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এর আগে প্রকাশ্যে আসেনি, তাই ভাইরাল। ওটিতে পরিচালক রাজের মেয়েকে প্রথম কোলে নেওয়া থেকে শুরু করে কন্যা ইয়ালিনির বাড়ি আসা.. সমস্তটাই ছিল ক্যামেরাবন্দি। আর সেই ছবি শেয়ার করে নেওয়ার জন্য বোধহয় এই গোটা একটা বছর অপেক্ষা করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) দুজনেই। আর কি কি হল ইয়ালিনির জন্মদিনে? 


রাজ চক্রবর্তীর বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় শুভশ্রী তাঁর বাড়িতেই জগন্নাথ আরতি করছেন। আর ইয়ালিনির জন্মদিনে হল পুষ্প অভিষেক। অর্থাৎ জগন্নাথ দেবকে ফুল দিয়ে স্নান করানো হল। হাজির ছিলেন অতিথি অভ্যাগতরাও। খাবার আয়োজন ছিল নিরামিষ। নিজের হাতে প্রচুর ফুল ছাড়িয়ে কয়েক ঘণ্টা ধরে পুষ্প অভিষেকের জন্য যাবতীয় আয়োজন করেন শুভশ্রী। ৫০০ গোলাপ, ৫০০ চন্দ্রমল্লিকা, ৫০০ পদ্ম ও আরও অন্যান্য ফুল আনা হয়েছিল পুষ্প অভিষেকের জন্য। শুভশ্রী একাধিকবার বলেছেন যে তিনি ঈশ্বর বিশ্বাসী। আর সেই কারণেই মেয়ের জন্মদিনে তিনি আধ্যাত্মিক আয়োজনই বেছে নিয়েছিলেন। ইসকন থেকে এসেছিলেন সাধুরা। বাড়িতে আয়োজন করা হয়েছিল ভজন ও কীর্তনেরও।


প্রসঙ্গত, সামনেই মুক্তি পাচ্ছে শুভশ্রীর নতুন ছবি 'সন্তান'। এই ছবিতে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। এই ছবিতে মিঠুনের আইনজীবীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। সামনেই মুক্তি পাচ্ছে 'সন্তান'। অন্যদিকে জন্মের পর থেকেই ইয়ালিনিকে আড়ালেই রেখেছিলেন শুভশ্রী। তবে ছেলে ইউভানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মেয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী। আর এবার প্রকাশ্যে আনলেন সন্তানের জন্মের ছবি। সেখানেই দেখা গেল, মায়ের কাছে লেপ্টে রয়েছে একরত্তি ইয়ালিনি। এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো শেয়ার করে নেওয়ার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন শুভশ্রী আর রাজ দুজনেই।


 






আরও পড়ুন: Jeet Birthday: কলকাতার বুকে যেন এক টুকরো মন্নত! শাহরুখ-সুলভ উদযাপন জিৎ-এর জন্মদিনে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।