কলকাতা: ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি, জনপ্রিয়তার নিরিখেও প্রথম সারিতে। মঞ্চ থেকে শুরু করে রুপোলি পর্দা, অভিনেতা হিসেবে বিভিন্ন ভূমিকায় তিনি যেমন নিজেকে প্রমাণ করেছেন, তেমনই পরিচালক হিসেবে নিজের জাত চিনিয়েছেন হাতে গোনা সিনেমা, ওয়েব সিরিজের হাত ধরে। অভিনয়, পরিচালনার পাশাপাশি, তিনি যে গানের জগতেও নিজের ছাপ ফেলতে পারেন, তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। কিন্তু এই অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) যখন সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, 'রঘু ডাকাত' ছবিতে অভিনয় করার পরে, তাঁর হাতে কাজ নেই, তখন নড়েচড়ে বসেছিল টলিউড। যে অভিনেতা বারে বারে নিজেকে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ করেছেন, তাঁর কাজ না পাওয়ার মতো পরিস্থিতি কেন এল, তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বিভিন্ন মতামত রয়েছে। 

Continues below advertisement

সমস্যা শুধু কাজ না পাওয়াতেই থেমে থাকেনি, অনির্বাণ ভট্টাচার্যের গানের দল 'হুলিগানইজম' পর্যন্ত শো করতে গিয়ে বাধা পেয়েছে। সমস্যার সূত্রপাত পরিচালকদের দায়ের করা একটি মামলা নিয়ে। শোনা যাচ্ছিল, ফেডারেশনের বিরুদ্ধে মামলা করার জন্যই নাকি টেকনিশিয়ানকে এই সমস্ত পরিচালক অভিনেতারা ফ্লোরে থাকলে, কাজ করবেন না বলেই জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে পরিচালক ও ফেডারেশনের তরফে আলোচনায় বসা হলেও, সমাধান সূত্র এখনও অধরা। আর এই দ্বন্দ্বের জেরেই অনির্বাণের একাধিক ছবি ঘোষণা হয়েও আটকে রয়েছে। এর মধ্যে একটি ছবি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly) সঙ্গেও।

এসভিএফের প্রযোজনায় ঘোষণা হয়েছিল 'চোর পুলিশ ডাকাত বাবু'- সিনেমাটির। এই ছবিতে অভিনয় করার কথা ছিল, অনির্বাণ ভট্টাচার্য ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। যদিও সেই সিনেমার শ্যুটিং এখন বিশ বাঁও জলে। অনির্বাণের কাজ না পাওয়া নিয়ে, এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, নিজের মতামত স্পষ্ট করলেন শুভশ্রী। অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতা যখন টলিউডে কাজ না পাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে বাধ্য হন, সেই ছবিটা কী সামগ্রিকভাবে টলিউডকে পিছিয়ে দিচ্ছে না? শুভশ্রী বলেন, 'অবশ্যই পিছিয়ে দিচ্ছে। আমি মনে করি, একজন শিল্পীকে বেঁধে রাখা যায় না। অনির্বাণদার মতো প্রতিভাবান একজন অভিনেতা, যদি বাংলায় কাজ না করেন, তাহলে অন্য ভাষায় কাজ করবেন.. সেটা নিয়ে তো কোনও দ্বিমত নেই। তাঁকে যে পাত্রেই রাখবে.. সে তো অনির্বাণ। দুর্দান্ত একজন অভিনেতা। উনি যেখানেই যান, শ্রেষ্ঠ হয়ে থাকবেন। যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় না আমরা কেউই এই বিষয়টাকে সমর্থন করছি... আমরা সবাই চাই উনি আরও ভাল ভাল কাজ আমাদের উপহার দিন আর খুব তাড়াতাড়ি কাজে ফিরুন।'

Continues below advertisement