কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজের কাজের প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর পোস্টের হাত ধরেই একরত্তি ইউভানকে (Yuvaan) বড় হতে দেখছেন দর্শক। এবার প্রকাশ পেল তাঁর নয়া ট্যালেন্ট। সে অস্ফূট বুলিতে আওড়ে চলল 'গায়ত্রী মন্ত্র' (Gayatri Mantra)। অন্যদিকে, যেটা তাঁর ভাববার বয়স নয়, সেই বয়স থেকেই যেন ঠিক ছিল, তিনি অভিনেত্রী হবেন। ক্যামেরার সামনে শুধু ভয়হীনভাবে দাঁড়ানোই নয়, দিব্যি ফুল নিয়ে পোজ়ও দিতে পারতেন তিনি। ছোটবেলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন টলিউডের এক অভিনেত্রী। তবে সেই ছবি দেখে তাঁকে মোটেও চেনার উপায় নেই। পুরনো ঝাপসা এই ছবির নায়িকাকে আপনি চিনতে পারছে কি? আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল চর্চায় রইল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেটা পোস্টগুলি


আধো বুলিতে 'গায়ত্রী মন্ত্র' শোনাচ্ছে ইউভান, ভিডিও পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের


সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। নিজের কাজের প্রচার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর পোস্টের হাত ধরেই একরত্তি ইউভানকে (Yuvaan) বড় হতে দেখছেন দর্শক। এবার প্রকাশ পেল তাঁর নয়া ট্যালেন্ট। সে অস্ফূট বুলিতে আওড়ে চলল 'গায়ত্রী মন্ত্র' (Gayatri Mantra)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে দেখা যায় খুদে ইউভান আধো বুলিতে 'গায়ত্রী মন্ত্র' বলে শোনাচ্ছে। অস্পষ্ট উচ্চারণেই 'ওঁ ভূর্ভুবঃ স্বঃ / তৎ সবিতুর্বরেণ্যং / ভর্গো দেবস্য ধীমহি / ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ' বলার চেষ্টা। এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'সকলের দিন ভাল কাটুক'। ভিডিও পোস্ট হতেই পুচকেকে শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়েছেন সকলে। অভিনেত্রী মানালি দে ভালবাসা জানিয়েছেন। সাবাশি দিয়েছেন ফালাক রশিদ রায়। গায়ক অনীক ধর লেখেন, 'ঈশ্বর তোমার মঙ্গল করুন ইউভান। খুব সুন্দর মন্ত্র পাঠ করেছ তুমি। মা বাবা খুব ভাল করে শিখিয়েছেন।' শুধু ইন্ডাস্ট্রির মানুষই নন, ইউভানকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন শুভশ্রী ও রাজের অংসখ্য অনুরাগীও। 


 






 


চোখে টানা কাজল, দুটো ঝুঁটি.. আপনি কি এই টলিউড নায়িকাকে চিনতে পারছেন?


যেটা তাঁর ভাববার বয়স নয়, সেই বয়স থেকেই যেন ঠিক ছিল, তিনি অভিনেত্রী হবেন। ক্যামেরার সামনে শুধু ভয়হীনভাবে দাঁড়ানোই নয়, দিব্যি ফুল নিয়ে পোজ়ও দিতে পারতেন তিনি। ছোটবেলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন টলিউডের এক অভিনেত্রী। তবে সেই ছবি দেখে তাঁকে মোটেও চেনার উপায় নেই। পুরনো ঝাপসা এই ছবির নায়িকাকে আপনি চিনতে পারছে কি? সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নায়িকা লিখেছেন, 'ও জানত ও অভিনেত্রীই হবে। এই ছবিটা আমার পুরনো বাড়িতে তোলা। ওখানেই আমি একান্নবর্তী পরিবারে বড় হয়ে উঠেছি। ছোটবেলা থেকেই আমার বেশ একটা কায়দা রয়েছে। ছোট থেকেই সামনে যাই পাই, তা নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ় দিয়ে দিতাম। এই ছবিটার কথাই ধরুন.. কেমন একটা ফুল নিয়ে সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ছবিটা তুলেছিলেন আমার বাবা। ক্যামেরার পিছনের মানুষটাকে ভরসা করা, ক্যামেরার সামনে ভয়হীন দাঁড়িয়ে থাকাটাই অভ্যাস হয়ে গিয়েছিল ওই বয়স থেকেই। তখনই বোধহয় বোঝা গিয়েছিল, আমি অভিনেত্রীই হব। ছবি দেখে বোঝবার উপায় নেই বটে, তবে এই নায়িকাকে টলিউডে চেনেন না এমন মানুষ মেলা ভার। ভিন্নধারার চরিত্র থেকে মেনস্ট্রিম.. সব জায়গাতেই নিজের সাবলীল অভিনয় দেখিয়েছেন তিনি। পাওলি দাম (Paoli Dam)। বাংলাতে তো বটেই, তিনি কাজ করেছেন বলিউডেও। একাধিক ভিন্নধর্মী চরিত্রে তাকে দেখেছেন দর্শক। ইন্ডাস্টিতে এসে নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজের জায়গা তৈরিই করে নিয়েছেন পাওলি।


 






আরও পড়ুন: Sandip Roy Exclusive: ফেলুদার ছবিতে পান থেকে চুন খসলেই মানুষ গালাগালি করার জন্য মুখিয়ে থাকেন: সন্দীপ রায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।